আজ খবর (বাংলা), কল্যাণী, নদীয়া, পশ্চিমবঙ্গ, ০৭/০৪/২০২১ : বিধানসভা নির্বাচনের নদিয়া জেলায় দুটি জনসভায় করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাঁর জনসভার জন্যে মাঠ দিতে রাজি হল না কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ১০ তারিখ কৃষ্ণনগর এবং তারপরেই নদিয়ার কল্যাণীতে। কিন্তু বাধ সেজে বসল মাঠ। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলের পেছনের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার অনুমতি না মেলায় এদিন বিকেলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপককে ঘেরাও করে রাখলেন বিজেপির নেতৃত্বরা। আগামী ১৪ তারিখে কল্যানীতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সভা ঘিরে জোর কদমে চলছে বিজেপি কর্মীদের প্রস্তুতি।
কিন্তু সেই সভার জন্য যে মাঠের দরকার তা দিতে নারাজ কল্যানী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিজেপির রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, নরেন্দ্র মোদি কল্যানীতে সভা করতে আসবেন, সেই কারণেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি পরিত্যক্ত জায়গা আমরা চাইছি। কিন্তু বিশ্ববিদ্যালয় সেই সভার অনুমতি দিচ্ছে না। সেই কারণেই এই ঘেরাও। এ বিষয়ে রেজিস্টার অধ্যাপক বলেন, "কোনো ঘেরাও হয়নি। ওনারা সভা করার জন্য যে জায়গা চাইছেন, তা বিশ্ববিদ্যালয়ের অধীনে।" আগামীকাল উপাচার্যর সঙ্গে বৈঠক করবেন বিজেপির নেতৃত্ব।
Loading...