আজ খবর (বাংলা), ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ০৩/০৪/২০২১ : রাজ্যে নির্বাচন চলছে, আর তার মধ্যেই সংবাদ মাধ্যমের ওপরে ফের গুন্ডাদের বর্বরোচিত আক্রমনের ঘটনা ঘটল ভাটপাড়ায়।
ঘটনাস্থল ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 35 নম্বর ওয়ার্ড মন্ডলপাড়া খালপাড় এলাকা। এখানে প্রশান্ত কর নামে এক ব্যক্তির থেকে বাড়ি ভাড়া নিয়ে একটি নিউজ পোটাল চ্যানেল চালাচ্ছিলেন কয়েকজন যুবক। গতকাল সন্ধ্যেবেলায় সেখানে এলাকার কিছু দুষ্কৃতী আসে এবং শাসক দলের হয়ে খবর করতে হবে বলে তারা হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। নাহলে তাদের কপালে দুঃখ আছে বলেও শাসিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। কোনো একটি শাসক দলের হয়ে খবর করতে তারা তা রাজি না হওয়ায় গভীর রাতে তাঁরা যে বাড়ি ভাড়া নিয়ে কাজ করছিলেন অর্থাৎ প্রশান্ত করের বাড়ির সামনে থাকা দুটি মোটরসাইকেল ও একটি চার চাকার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে আসে জগদ্দল থানার পুলিশ, ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জগদ্দলে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মণ্ডলপাড়ায় এলাকায়। কারা ঘটালো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ? আর কেনই বা করল তার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই ধরনের ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সরব হয়েছে অন্যান্য সংবাদ মাধ্যম। (দেখুন ভিডিও)