আজ থেকে গ্যাস সিলিন্ডারের দাম কমল ১০ টাকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ থেকে গ্যাস সিলিন্ডারের দাম কমল ১০ টাকা

Share This

আজ থেকে গ্যাস সিলিন্ডারের দাম কমল ১০ টাকা


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০১/০৪/২০২১ : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম ২০২০ সালের নভেম্বর থেকে ক্রমাগত বাড়ছে। যেহেতু ভারত মূলত অপরিশোধিত তেলের আমদানির উপর নির্ভরশীল এবং  অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণশীল।  দেশের অভ্যন্তরে  পেট্রোলিয়াম পণ্যের  মূল্য বৃদ্ধির মূল কারণ তাই  আন্তর্জাতিক বাজারে  দাম ওঠানামা করে।  

ইউরোপ এবং এশিয়ায় ক্রমবর্ধমান কোভিড-১৯ সংক্রমণ এবং টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগের কারণে ২০২১ সালের মার্চ মাসের দ্বিতীয় পনেরো তারিখে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম কমে গেছে। সেই অনুযায়ী, তেল কোম্পানিগুলো গত কয়েকদিনে কলকাতার বাজারে ডিজেল ও পেট্রোলের বিক্রয় মূল্য (আরএসপি) লিটার প্রতি ৬০ পয়সা এবং লিটার প্রতি ৫৮ পয়সা কমিয়েছে। এই সময়ের মধ্যে অন্যান্য স্থানে দাম একইভাবে হ্রাস করা হয়। এই হ্রাস সারা ভারত জুড়ে মোটরচালক এবং পরিবহনকারীদের জন্য খুশির  খবর নিয়ে এসেছে। ।

এছাড়াও, ঘরোয়া এলপিজি গ্রাহকদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে ২০২১ সালের ১লা এপ্রিল থেকে কলকাতায়  এলপিজি সিলিন্ডারের দাম ৮৪৫.৫০ টাকা/সিলিন্ডার থেকে ৮৩৫.৫০ টাকা/সিলিন্ডার,  ১০ টাকা  প্রতি সিলিন্ডার দাম কমানো হয়েছে। এই হ্রাস অন্যান্য জায়গার ক্ষেত্রেও প্রযোজ্য।

সকল ভারতীয়ের কাছে পরিচ্ছন্ন জ্বালানি সহজলভ্য করতে  সরকারের নিরন্তর প্রয়াসের ফলশ্রুতি হিসেবে  এলপিজি প্রায় প্রত্যেক ভারতীয়ের পছন্দের জ্বালানি  হিসেবে গ্রহণযোগ্য  হয়েছে। ভারতে   ২০১৪ সালে  ৫৫% পরিবার এলপিজি-র ব্যবহার করতেন। বর্তমানে  99% এরও বেশী পরিবার এলপিজি ব্যবহার করেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages