বুথ দখলের লিখিত অভিযোগ কমিশনে জানাল তৃণমূল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বুথ দখলের লিখিত অভিযোগ কমিশনে জানাল তৃণমূল

Share This

বুথ দখলের লিখিত অভিযোগ কমিশনে জানাল তৃণমূল


আজ খবর (বাংলা), পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ০১/০৪/২০২১ : দ্বিতীয় দফার ভোটে তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানালেন যে পূর্ব মেদিনীপুরে বুথ দখলের ঘটনা ঘটেছে।

তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান লিলিখিতভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে লিখেছেন, "বিশাল পরিমাণে বিজেপি কর্মী এসে পূর্ব মেদিনীপুরের  ৬, ৭, ১৩, ২১, ২৬, ২৭, ৩০, ৪৯, ১৬২, ১৬৩, ২৫৬ ও ২৬২ নম্বর বুথ দখল করেছে। বিজেপি আশ্রিত গুন্ডারা ইভিএম দখল করার চেষ্টা  চালাচ্ছে।" 

উল্টোদিকে পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি কর্মীরা অভিযোগ জানাচ্ছেন , "পুলিশ এখানে অবাধ ভোট করতে বাধা দিচ্ছে। তৃণমূল কর্মীরা বুথ দখল করার চেষ্টা করছে।" এদিকে আবার তৃণমূল কর্মীরা অভিযোগ জানাচ্ছেন, ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বিভিন্ন বুথে ঘুরে নির্বাচনী আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করছেন।"

আজ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সেই ভোট গ্রহণ কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে নানারকম অশান্তি ও অভিযোগের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন বুথগুলিতে কমবেশি ৬০% ভোট পড়েছে বলে জানা যাচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages