আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, ০৮/০৪/২০২১ : ফের এক হিন্দু তরুণীকে অপহরণ করা হল পাকিস্তানে। ওই তরুণীকে গত ৩ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পাকিস্তানে অপহৃত হলেন এক হিন্দু তরুণী। তাঁর নাম আরতি বাঈ। তিনি লারকানার একটি বিউটি পার্লারে কাজ করতেন।তাঁকে লারকানার আলী গওহর আবাদ থেকে অপহরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তরুণীর বাবা ডক্টর নমো মাল পুলিশে মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। তরুণীর পরিবার চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। মেয়ে কোথায় আছে ? কেমন আছে তাঁরা জানতে পারছেন না কোনোভাবেই।
তরুণীর বাবা ডক্টর মাল জানিয়েছেন, "মেয়ে রেশম গলিতে গিয়েছিল, যেখানে সে একটি বিউটি পার্লারে কাজ করত।" সেখান থেকেই তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে বলে মনে করছেন তিনি। এই মুহূর্তে ডক্টর মাল বার বার পুলিশের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু ৫ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাঁর মেয়ে আরতির কোনো খোঁজ মেলেনি। কাউকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তারও করতে পারে নি। সে দেশের পুলিশ কোনো আশার আলোও দেখাতে পারেনি ডাক্তারের পরিবারকে।
পাকিস্তান হিউম্যান রাইটস-এর রিপোর্টই বলছে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার যেমন বেড়েছে, তেমনই সংখ্যালঘু তরুণীদের অপহরণের সংখ্যাও অনেকটাই বেড়ে গিয়েছে। এর আগেও বহুবার হিন্দু মহিলাদেরকে অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটেছে পাকিস্তানে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বলে পাকিস্তানে কিছু নেই। এই ব্যাপারে আন্তর্জাতিক মহল থেকে প্রচুর চাপে রয়েছে পাকিস্তান। কিন্তু তা সত্ত্বেও ঘুম ভাঙ্গেনি নির্লজ্জ্ব ইমরান সরকারের। এই সরকার পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়া বা উন্নয়নের জন্যে প্রায় কিছুই করছে না। পাকিস্তানে রীতিমত বিপন্ন হিন্দু সমেত অন্যান্য সংখ্যালঘুরা।