দ্বিতীয় দফার ভোটে অশান্তি ডেবরায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দ্বিতীয় দফার ভোটে অশান্তি ডেবরায়

Share This

দ্বিতীয় দফার ভোটে অশান্তি ডেবরায়


আজ খবর (বাংলা), ডেবরা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ০১/০৪/২০২১ : রাজ্যে দ্বিতীয় দফার ভোট চলছে আজ সকাল থেকে। দ্বিতীয় দফার ভোটে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু অশান্তির ছবি ধরা পড়ছে। 

প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপির ডেবরা কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষ অভিযোগ জানিয়েছেন যে ন'পাড়া অঞ্চলে একটি বুথে তৃণমূল সমর্থনকারীরা তাঁর পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দিয়েছে। সাংবাদিকদের ভারতী ঘোষ বলেছেন, "ন'পাড়ার অঞ্চল ১-এর ২২ নম্বর বুথে আমার পোলিং এজেন্টকে প্রায় ১৫০ জন তৃণমূলের গুন্ডারা ঘিরে ধরেছিল। তারা কিছুতেই আমার পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দিচ্ছিল না, এই নাটক চলেছে প্রায় দেড় ঘণ্টা ধরে।"

ভারতী ঘোষ অভিযোগ করে বলেন, "বারুনিয়াতে সাধারণ ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে।  সাধারণ মানুষ যখন ভোট দিতে যাচ্ছেন, তখনই  তাদেরকে হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে। আর এটা শুধু বারুনিয়াতেই নয়, একই ঘটনার খবর আমার কাছে এসে পৌঁছচ্ছে অন্যান্য বুথগুলি থেকেও। এখানে পরিবর্তন হবেই, এ ব্যাপারে আমি ২০০% নিশ্চিত।"

আজ পূর্ব মেদিনীপুরের বুথগুলিতে ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া  প্রহরা। এখানকার বেশিরভাগ বুথগুলিতে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা ডিউটি করছেন। তাঁরা বয়স্ক ভোটারদের নানাভাবে সাহায্য করছেন, এমন ছবিও দেখতে পাওয়া গিয়েছে। 

আজ ডেবরার বহরমপুর অঞ্চল দিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ যখন যাচ্ছিলেন, তখন একদল মহিলা ভারতী ঘোষের গাড়ি ঘিরে অভিযোগ করতে থাকেন, যে তাঁদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। ভোট দিতে গেলে তৃণমূলের লোকেরা নাকি তাঁদের বাধা দিচ্ছেন। এই ব্যাপারে ভারতী ঘোষ বলেন, "আমি আমার ইলেকশন এজেন্টকে ডেকেছি। তাঁর সাথে গিয়ে এঁরা ভোট দেবেন। ভোট দিতে দেবে না আবার কি ? এটা কি মামারবাড়ির আবদার ?" তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, "ভারতীদেবীর কথার কোনো সারবত্তা নেই। লোকসভা ভোটেও উনি অনেক অভিযোগ করেছিলেন, কিন্তু দেখা গিয়েছিল সেইসব অভিযোগ আদৌ টেঁকেনি, উনি ব্যাপক ভোটে হেরে গিয়েছিলেন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages