আজ খবর ( বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৪/০৩/২০২১ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠিকে 'সঠিক পদক্ষেপ' বলে টুইট করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি।
গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান দিবস উপলক্ষে একটি অভিনন্দন পত্র পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। সেই অভিনন্দন পত্রে মোদী লিখেছিলেন, "প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়, কিন্তু তার জন্যে প্রয়োজন পারস্পরিক বিশ্বাসের বাতাবরণ, বৈরিতা এবং সন্ত্রাসের সমাপ্তি।" মোদী আরও লেখেন, "গভীর সঙ্কটের সময় মানবিকতার প্রয়োজন রয়েছে। যেভাবে পাকিস্তানের মানুষ করোনা ভাইরাসের সাথে লড়াই করছে এবং অতিমারীর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তার জন্যে আমি আপনাকে ও পাকিস্তানের সাধারণ মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই।"
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা নরেন্দ্র মোদীর এই চিঠি যে দুই দেশের মধ্যে সদর্থক ভূমিকা গ্রহণ করবে সেটাই জানিয়েছেন মেহেবুবা মুফতি। তিনি বলেছেন, "ইমরান খানকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদী সঠিক পথেই চলছেন। আমার মনে পড়ে যাচ্ছে, অটল বিহারি বাজপেয়ী একবার বলেছিলেন, আপনি ইচ্ছে করলে বন্ধু বদলে দিতে পারেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। আমার মনে হয় মোদীর এই উদ্যোগ দুই দেশকে ফের একবার কাছে আসার সুযোগ দেবে, পারস্পরিক সমঝোতা বজায় রাখতে হয়ত দুই দেশের মধ্যে ফের কথাবার্তা চালু হবে এবং তাতে কাশ্মীরের ক্ষতে প্রলেপ দেওয়া সম্ভব হবে।"