আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৩/০৩/২০২১ : রাজধানী দিল্লীতে পুরসভার উপনির্বাচনে ফের একবার ঝড় তুলল আমি আদমি পার্টি, নিদারুন হার বিজেপি প্রার্থীদের।
রাজধানী দিল্লীতে পুরসভার পাঁচ আসনে উপনির্বাচন হয়েছিল, যার গণনা করা হল আজ সকালে। পুরসভার এই পাঁচ আসনের যুদ্ধে আম আদমি পার্টির বিজয় রথ থামানো যায় নি। আপ মোট চারটি আসনের দখল নিয়েছে। কংগ্রেস পেয়েছে একটি আসন। কিন্তু বিজেপি একটিও আসনে জয়লাভ করতে পারে নি। সুতরাং দিল্লীতে আরও একবার ঝাঁটার বিজয় উল্লাস শুনতে পাওয়া গেল।
দিল্লীতে আম আদমি পার্টি যে চারটি আসনে জয়লাভ করেছে, সেগুলি হল কল্যাণপুরী, রোহিনী (সি), শালিমার বাগ (উত্তর) এবং ত্রিলোকপুরী। এই চার আসনে আমি আদমি পার্টির যে চারজন জয়লাভ করলেন, তাঁরা হলেন ধীরেন্দ্র কুমার, রামচন্দ্র, সুনিতা মিশ্র ও বিজয় কুমার। কংগ্রেস একটিমাত্র আসনে জয়লাভ করেছে, সে আসনটি হল চৌহান বাঙ্গার এলাকা। এই আসন থেকে জিতেছেন কংগ্রেসের জুবেইর আহমেদ চৌধুরী। দিল্লীর পুরসভা উপনির্বাচনে বিজেপি কোনো আসনেই জয়লাভ করতে পারে নি।