![]() |
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝার চা বাগানে বাম প্রার্থী তথা বাগান শ্রমিক রতন কুমার রায় |
আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৯/০৩/২০২১ : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পিছিয়ে নেই বামেরাও। আজ উত্তরবঙ্গের জপাইগুঁড়িতে ডেঙ্গুয়াঝার ছায়া বাগানে দেখা গেল বাম প্রার্থীর প্রচার।
আসন্ন বিধানসভা নির্বাচনে ২০ রাজগঞ্জ বিধানসভায় সংযুক্ত মোর্চার পক্ষে গতকাল সিপিআইএম প্রার্থী শ্রমিক নেতা রতন কুমার রায়ের প্রচার দেখতে পাওয়া গেল জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। গুডরিকের ডেঙ্গুয়াঝার চা বাগানের ভিতরে গিয়ে প্রচারের কাজ শুরু করেন রতনবাবু। প্রচারের সময় প্রার্থীকে পাশে পেয়ে শ্রমিকরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন।
এবারে রাজগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী রতন কুমার রায় নিজেই একজন চা শ্রমিক। তাই তারা তাদের মজুরি সমস্যা, জমির পাট্টার সভা, ছেলে মেয়েদের শিক্ষার সমস্যাগুলি একে একে তুলে ধরতে থাকেন। এদিন প্রচারের সময় প্রার্থী রতন কুমার রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, প্রফুল্ল লাকড়া ,শঙ্কর খেরিয়া , রহিত এক্কা, প্রশান্ত খারিয়া সহ অন্যান্য নেতারা।