আজ খবর (বাংলা), কাঁথি, পূর্ব মেদিনীপুর, ২৪/০৩/২০২১ : মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্বকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। আজ তিনি কাঁথির জনসভায় ভাষণ দিলেন, এই জনসভায় আজ উপস্থিত ছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী। সদ্যই তিনি তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বহিরাগত তত্ব সামনে এনেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতা নেত্রীদেরকে বহিরাগত তকমা লাগিয়ে দিয়েছেন। আজ নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গ টেনে তাঁর জনসভায় বলেন, "বাংলাই হচ্ছে সেই পুণ্যভূমি, যেখান থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশের সব মানুষকে গর্বিত করেছিলেন এবং দেশবাসীকে 'পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ' উপহার দিয়েছিলেন। দিদি নিজেই একজন বহিরাগতের মত ভারতীয়দের নিয়ে কথা বলছেন।"
নরেন্দ্র মোদী বলেন, "ভারতবর্ষের মধ্যে কোনো ভারতীয় বহিরাগত নন। সকলেই ভারত মাতার সন্তান। যে বাংলার পুন্য ভূমি দেশকে বন্দে মাতরম দিয়েছে এবং দেশবাসীকে এক সূত্রে বেঁধে দিয়েছে, সেই পুণ্যভূমিতে দাঁড়িয়ে মমতা দিদি ভারতীয়দেরকেই বহিরাগত বলছেন ?" তিনি মনে করিয়ে দিয়েছেন বাংলার এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, মাতঙ্গিনী হাজরা, শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমি ।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে মমতা 'পর্যটক' বলেও আখ্যা দিয়েছিলেন, সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদী আজ বলেন, "দিদি আমাদের পর্যটক বলে অপমানিত করতে চেয়েছিলেন, কিন্তু গুরুদেবের পুণ্যভূমিতে কেউই বহিরাগত নন। আগামী ২রা মে তারিখে তিনি যখন অবসর নেবেন, তখন দেখবেন একজন ভূমিপুত্রই বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন। যখনই নির্বাচন আসে, দিদি তখনই সরকারকে বাড়ির দরজায় নিয়ে আসেন। মে মাসের ২ তারিখে দেখবেন, বাংলার মানুষ আপনাকে প্রস্থানের দরজা দেখাবে।"
সদ্য তৃণমূল ছেড়ে আসা মেদিনীপুরের জনপ্রিয় নেতা শিশির অধিকারী (শুভেন্দু অধিকারীর বাবা) আজ নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, "নন্দীগ্রামে শুভেন্দুই জিতবে। মমতা জিততে পারবেন না। তাছাড়া বিজেপি পশ্চিমবঙ্গে ২০০র বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করবে।"