আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৩/০৩/২০২১ : আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যে বিজেপি আরও ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল। ১৩ জনের এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা নির্বাচনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পর্যায়ের ভোটে লড়াই করতে নামছেন প্রার্থী হিসেবে।
বিজেপির নতুন তালিকা অনুযায়ী -
সুভাষ সিংহ - করণদিঘি, অমিত কুমার কুন্ডু - ইটাহার, বিশ্বজিৎ দাস - বাগদা, অশোক কীর্তনিয়া - বনগাঁ উত্তর, সুব্রত ঠাকুর - গাইঘাটা, সুব্রত মৈত্র - বহরমপুর, দেবব্রত মাঝি - চৌরঙ্গী, শিবাজী সিংহ রায় - কাশিপুর-বেলগাছিয়া, লেফট্যানেন্ট জেনারেল সুব্রত সাহা - রাসবিহারী, অর্থনীতিবীদ অশোক লাহিড়ী - বালুরঘাট (অশোকবাবুকে প্রথমে আলিপুরদুয়ার কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু দলীয় কর্মীদের প্রতিবাদে সারা দিয়ে বিজেপি তাঁকে বালুরঘাটের প্রার্থী করেছে। আলিপুর দুয়ারে প্রার্থী ক্লারা হয়েছে সুমন কাঞ্জিলালকে), বিশু প্রসাদ শর্মা - কার্শিয়াং, শুভ প্রধান - কালিমপং এবং নীরজ তামাং জিম্বা - দার্জিলিং।
প্রসঙ্গত উল্লেখ্য বিভিন্ন জায়গায় প্রার্থী পছন্দ না হওয়ায় হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে এখনো বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন কর্মী সমর্থকেরা। তাঁদের দাবী তাঁদের জায়গায় এখনই প্রার্থী বদল করে তাঁদের পছন্দের প্রার্থী দিতে হবে নতুবা নির্দল হয়ে সে প্রার্থীকে ভোটে দাঁড় করানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। এই সমস্যার সমাধান করতে দ্রুত পদক্ষেপ করছে বিজেপি।