আজ খবর (বাংলা), ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ২৫/০৩/২০২১ : রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে শেষবার প্রাচার সারল সব রাজনৈতিক দল। আজ বিজেপির তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করলেন ঝাড়গ্রামে।
ঝাড়গ্রামের জনসভায় আজ তৃণমূলকে ব্যাপকভাবে আক্রমন করে প্রচারে ঝড় তুললেন অমিত শাহ। প্রথমেই ঝাড়গ্রামের মাটিকে শ্রদ্ধা জানাতে গিয়ে অমিত শাহ বলেন, "ঝাড়গ্রামের পবিত্র ভূমিকে আমার প্রণাম, সাঁওতাল আন্দোলনের ভূমিকে আমার প্রণাম।" আজ শাহের বক্তব্যের বেশিরভাগটাই ছিল আদিবাসীদের নিয়ে। প্রতি বছর আদিবাসী গ্রামে ম্যালেরিয়ার উপদ্রব হয়, বহু মানুষ অসুস্থ হন, এমনকি সঠিক চিকিৎসা না পেয়ে মারাও যান অনেকে। অমিত শাহ আজ বলেন, "দিদি যতক্ষন ক্ষমতায় থাকবেন, ততক্ষন এখান থেকে ম্যালেরিয়া বা ডেঙ্গু যাবে না। বিজেপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যেই ম্যালেরিয়া এবং ডেঙ্গু এই এলাকা থেকে বিদায় নেবে।"
অমিত শাহ আজ বলেন, "দিদি এখানে কোনো উন্নয়নের কাজ করেন নি। তিনি মানুষের উন্নয়ন চান না, তিনি শুধু ভাইপোর উন্নয়ন চান। এখানে আদিবাসীদের জন্যে যে উন্নয়ন হওয়া উচিত ছিল, তা হচ্ছে শুধুমাত্র অনুপ্রবেশকারীদের জন্যে। আম্ফান বা অন্যান্য দুর্যোগে মোদী মোট ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছে। আপনারা কি কিছু পেয়েছেন ? মোদী যে অর্থ এই রাজ্যকে দেয়, তার অনেকটাই তৃণমূলের পকেটে যায়। যারা সেই টাকা নিয়ে দুর্নীতি করেছে তারা ভোটের পর জেলে থাকবে। তাদের ছাড়া হবে না। মা মাটির সরকার ক্ষমতায় এসে এই রাজ্যের মানুষের জন্যে কিছুই করেনি।"
অমিত শাহ তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন, "বাংলায় বিজেপি কর্মীদের খুন করে চলেছে তৃণমূলের গুন্ডারা। রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল। বাংলাকে হিংসামুক্ত করবে বিজেপি। এখানে আদিবাসীদের ভয় দেখাতে তৃণমূল 'খেলা হবে' স্লোগান দিচ্ছে। কিন্তু মানুষ আর আপনাদের 'খেলা হবে' স্লোগানকে ভয় পায় না।"
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ক্ষমতায় এলে ঝাড়গ্রামের জন্যে প্রভূত উন্নয়ন করবে বিজেপি। দিদির আমলে রাজ্যে বেড়েছে বেকারত্ব । বিজেপি ক্ষমতায় এলে বাংলায় প্রতি পরিবারের ১ জন্য করে চ্যকরী পাবেন। বাংলায় আদিবাসীদের জন্যে স্কুল ও উন্নয়ন বোর্ড তৈরি করা হবে। জঙ্গল মহলে এইমস হাসপাতাল তৈরি করা হবে। ১২ কোটির বেশি মানুষকে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার। ক্ষমতায় এলে ৫ বছরের মধ্যে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হবে। আবারও বলছি, দিদি শুধু নিজের ভাইপোর উন্নতি চান, বিজেপি আদিবাসীদের উন্নতি চায়। যদি স্কিম চান তাহলে মোদীকে ভোট দিন, আর যদি স্ক্যাম চান তাহলে দিদিকে ভোট দিন। আদিবাসীদের প্রকৃত উন্নয়ন করবে বিজেপিই। তাই আপনারা মোদীর হাত শক্ত করুন। বিজিপিকে ভোট দিন।"