আজ খবর (বাংলা), ব্যাঙ্গালুরু, কর্নাটক, ১৭/০৩/২০২১ : এবার কর্নাটক রাজ্যে মসজিদ ও দরগাগুলিতে মাইক ও লাউড স্পিকার বাজানোর ওপর নয়ন্ত্রন নিয়ে এল স্টেট্ বোর্ড অফ ওয়াকফ কমিটি। উদ্দেশ্য শব্দ দূষণ রোধ।
স্টেট্ বোর্ড অফ ওয়াকফ কমিটির তরফ থেকে জানানো হয়েছে, "রাজ্যে শব্দ দূষণ রোধ করতে মসজিদ এবং দরগাগুলিতে এবার থেকে রাত্রি ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাইক ও লাউড স্পিকার বাজানো হবে না দিনের বেলায় মাইক ও লাউড স্পিকার বাজানো হলেও তা নিয়ন্ত্রিভাবেই বাজানো হবে, যাতে তা শব্দ দূষণের আওতায় না পড়ে।" এই মর্মে স্টেট্ বোর্ড অফ ওয়াকফ কমিটি রাজ্যের মসজিদ ও দরগাগুলিতে একটি সার্কুলার পাঠিয়ে দিয়েছে, যাতে রাজ্যের সব মসজিদ এবং দরগাগুলি এই সিদ্ধান্ত মেনে চলে।
স্টেট্ বোর্ড অফ ওয়াকফ কমিটি জানিয়েছে, "রাজ্যের মসজিদগুলোতে যে জেনারেটর সেট ব্যবহার করা হয়, যে public address system ব্যবহার করা হয়, যে ধরনের লাউড স্পিকার এবং মাইক ব্যবহার করা হয়, তা সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জোরে আওয়াজ মানুষের শান্তি বিঘ্নিত করে। সেটা করতে দেওয়া ঠিক নয়। তাছাড়া ক্রমাগত বাতাসে শব্দ দূষণ হতে থাকলে তা মানব সমাজে ক্ষতিই ডেকে আনে। তাই এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কিনা গোটা রাজ্যেই বলবৎ করা হবে। শুধু তাই নয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালতের ১০০ মিটারের মধ্যে মাইক বাজানো হবে না, এগুলিকে সাইলেন্স জোন হিসেবেই মেনে চলা হবে।