প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত অসন্তোষ তৃণমূল কর্মীদের মধ্যে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত অসন্তোষ তৃণমূল কর্মীদের মধ্যে

Share This

প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত অসন্তোষ তৃণমূল কর্মীদের মধ্যে


আজ খবর (বাংলা), কলকাতা ও জেলা , পশ্চিমবঙ্গ,  ০৬/০৩/২০২১ :  তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থ্যেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষের ছবি ধরা পড়তে শুরু করেছে। 

'ভূমিপুত্র' প্রার্থীর দাবিতে উলুবেড়িয়ায় দফায় দফায় বিক্ষোভ এবং অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদে বহু কর্মী তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। বাঁকুড়ার প্রার্থী নিয়েও চরম অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম টিকিট না পেয়ে নিজের পার্টি অফিসেই আগুন লাগিয়ে দিয়েছিলেন, সাংবাদিকদের সামনেই তিনি  কান্নায় ভেঙে পড়েছিলেন। প্রার্থী বদল করার দাবীতে টাকি রোড অবরোধ করা হয়েছিল। এর মধ্যে আবার আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দীনেশ ত্রিবেদী। 'হিন্দিভাষীদের  অসম্মান করেছে তৃণমূল', এমন অভিযোগ তুলে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন দীনেশ বাজাজ। টিকিট না পেয়ে সম্ভবত বিজেপিতে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। মুকুল রায়ের সাথে তাঁর কার্থাবার্তা আজই চূড়ান্ত হতে চলেছে। এর মধ্যেই আবার আগামীকাল মিঠুন চক্রবর্তী যোগ দিতে চলেছেন বিজেপিতে বলে জানা যাচ্ছে।


বঙ্গ রাজনীতিতে নতুন সংযোজন 'ভূমিপুত্র'! গতকাল  তৃণমূল কংগ্রেসের মোট ২৯১সিটে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, আর এই তালিকা প্রকাশের সাথে সাথে ভূমিপুত্র প্রার্থীর বিষয়টি উঠে আসে তৃণমূল কর্মীদের ক্ষোভের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলায়।  বাদ পড়লো না উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রেও।২০২১ এই কেন্দ্রে  প্রার্থী করা হয়েছে প্রাক্তন ফুটবলার বিদেশ বসু কে আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন  দলের কর্মীরা।কর্মীদের কথায় 'বহিরাগত মানছি না মানব না'! যার জেরে কখনও উলুবেড়িয়া কলেজের গেটের সামনে আবার কখনও গোরুহাট মোড়ে রোডের ওপর শুয়ে প্রতিবাদ, পারিজাত মোড়েও অবরোধ করে রাখা হয় অল্প সময়ের জন্য, দফায় দফায় অবরোধ  টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে।  

রাত্রি ১২টা ছুঁইছুঁই হলেও উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল মুছে ফেলতে দেখা যায় বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীদের।তৃণমূল কংগ্রেসের একাংশর কথায় "আমরা ২০১১তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এখানে বহিরাগত প্রার্থীকেই মেনে চলছি, কিন্তু এইবার আমরা দলনেত্রীর কাছে বার্তা পৌঁছাতে চাই এলাকারই কাউকে প্রার্থী হিসাবে দাঁড়ানোর সুযোগ দিলে যেমন এলাকার সার্বিক উন্নয়ন হবে, তেমনই বিরোধিদেরও কাছে বার্তা পৌঁছাবে যেখানে বাংলা তার নিজের মেয়েকেই চায়;  সেখানে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রও  প্রার্থী হিসাবে তার ঘরের ছেলেকেই চায়।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষনা হতেই দল ছাড়ার হিড়িক মুর্শিদাবাদেও। তৃণমূল জেলা পরিষদের সদস্য সহ শতাধিক তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদান। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তথা রঘুনাথগঞ্জ ২ নং ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি নাসির সেখ সহ প্রায় ৮০ জন তৃণমূল কংগ্রেস কর্মী কংগ্রেসে যোগদান করেন। এদিন তৃনমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল ছেড়ে অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের দলীয় পতাকা তারা কাঁধে তুলে নেন। (দেখুন ভিডিও)

রিপোর্ট : অরিন্দম নন্দী, সুরজিৎ আদক ও সুব্রত রায় 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages