পাথরের আঘাতে আহত প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, রিপোর্ট তলব কমিশনের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পাথরের আঘাতে আহত প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, রিপোর্ট তলব কমিশনের

Share This

পাথরের আঘাতে আহত প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, রিপোর্ট তলব কমিশনের


আজ খবর (বাংলা), পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ৩০/০৩/২০২১ : ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় তথা বিজেপি প্রার্থী অশোক দিন্দা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 

সূত্র মারফত জানা গিয়েছে, অশোক দিন্দা পূর্ব মেদিনীপুরে তাঁর গাড়িতে যাচ্ছিলেন, সেই সময় ৫০ থেকে ৬০ জনের একটি দল তাঁর গাড়িটি পাথর ছুঁড়তে থাকে। এমনিতেই নন্দীগ্রামকে ঘিরে পূর্ব মেদিনীপুর রীতিমত উত্তপ্ত হয়ে রয়েছে। গোটা নন্দীগ্রামকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার মধ্যেই টেঙ্গুয়াতে  তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির খবরও প্রকাশ্যে এসেছে। তার মধ্যেই খবর পাওয়া গেল প্রাক্তন ক্রিকেটার ও ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা আক্রান্ত হয়েছেন।

অশোক দিন্দার গাড়ি 

৩৭ বছর বয়স্ক এই ক্রিকেটারের জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে এই রাজ্যে এবং অন্য রাজ্যেও। বিজেপি এবার অশোক দিন্দাকে তমলুক মহকুমার অন্তর্গত ময়না থেকে ভোটে দাঁড় করিয়েছে। আজ তিনি পূর্ব মেদিনীপুরের কাছে ময়নায় তাঁর নিজের কেন্দ্রেই দলীয় প্রচারের কাজে গিয়েছিলেন। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছিল। পাথরের আঘাতে তাঁর গাড়ির কাঁচগুলি সম্পূর্ণ ভেঙে যায়. অশোক দিন্দা নিজেও আঘাত পেয়েছেন। তাঁর পিঠে এবং ঘাড়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages