আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৩/২০২১ : পশ্চিমবঙ্গে আসন্ন ভোটে কেউ অর্থ দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চাইলে অভিযোগ জানানোর আবেদন করল ভারতের আয়কর দপ্তর।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে, যে তারা ভোটের আগে অর্থ দিয়ে ভোটকে প্রভাবিত করার অপচেষ্টা করে চলেছে। তিনি বলেছেন 'কেউ টাকা দিতে আসলে তার থেকে টাকা নিয়ে নেবেন, তারপর ভোট দেবেন তৃণমূলকেই'। তৃণমূলের এই অভিযোগ একেবারেই মানতে রাজি নয় পদ্ম শিবির।
এবার আয়কর দপ্তর জানালো কোনোভাবেই যাতে কেউ অর্থের বিনিময়ে ভোটকে প্রবাবিত করতে না পারে, তার জন্যে সচেষ্ট হয়েছে কেন্দ্র সরকারের আয়কর দপ্তর। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে হিসাব-বহির্ভূত কালো টাকার ব্যবহার এবং এই নির্বাচন প্রক্রিয়াকে কোনো রাজনৈতিক দল অথবা ব্যক্তি যাতে আর্থিকভাবে প্রভাবিত না করতে পারে তার জন্য পশ্চিমবঙ্গের আয়কর বিভাগ কলকাতায় একটি কন্ট্রোল রুম চালু করেছে।এই কন্ট্রোলরুম, আগামী দোসরা মে পর্যন্ত সারাদিন-রাত (২৪ X ৭) খোলা থাকবে।
সচেতন নাগরিকরা নগদ অর্থ অথবা অন্যান্য মূল্যবান বস্তুর আদান-প্রদান সংক্রান্ত যেকোনো অভিযোগ দাখিল করার জন্য 1800-345-5544 টোল ফ্রি টেলিফোন নম্বরে অথবা 9330092623 বা 6291014944 নম্বরে যোগাযোগ করতে পারেন। টোল ফ্রি নম্বরে ফ্যাক্সও করা যাবে। নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও স্বচ্ছ করার জন্য নাগরিকরা আর্থিক কোন অনিয়ম দেখলে এই নম্বরগুলিতে যোগাযোগ করার পাশাপাশি controlroomwbelection2021@gmail.com ঠিকানায় ইমেলও করতে পারেন ।