আজ খবর (বাংলা), নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ১৯/০৩/২০২১ : বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সমাবেশে গত বৃহস্পতিবার হামলা হয়েছিল, আর তারপর এবার নন্দীগ্রামের প্রতিপক্ষ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমন করতে শুরু করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
কিছুদিন আগেই সাংবাদিকদের মমতা জানিয়েছিলেন 'এবার ভোটে বিজেপি রিগিং করতে চাইছে'। মমতার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ শুভেন্দু অধিকারী বলেন, "একজন 'রিগিং-এর রানী'র মুখে এসব কথা মানায় না।. এবার নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিকভাবেই অনুষ্ঠিত হবে। কোথাও কোনো রিগিং করতে দেওয়া হবে না, সেই কারণেই তিনি সমস্যায় পড়েছেন। এমনকি তিনি এখন প্রশাসনকে অপব্যবহার করছেন, পুলিশ এবং অনুপ্রবেশকারীদের ব্যবহার করছেন, এবং পাকিস্তানীদেরকেও ব্যবহার করছেন। এই সব দেখেও পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে।"
শুভেন্দু হঠাৎ পাকিস্তানিদের কথা বললেন কেন ? পাকিস্তানী হিসেবে কাদের কথা বলতে চাইলেন তিনি ? শুভেন্দু বলেন, "গত বৃহষ্পতিবার আমাদের সমাবেশে যারা হামলা চালিয়েছিল, তারা কেউ তৃণমূলের সদস্য নয়, তারা বিশেষ এক সম্প্রদায়ের মানুষ। তারা এভাবেই আমাদের কর্মীদের ওপর আক্রমন চালিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে। কিন্তু জেনে রাখবেন, পাকিস্তানীদের বিরুদ্ধে ভারতীয়দেরই জয় হবে।"
চলতি মাসের প্রথমদিকে একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমার সাথে হিন্দু-মুসলিম তাস খেলতে আসবেন না। আমিও একটি হিন্দু পরিবারের মেয়ে।" এছাড়াও তিনি বলেছিলেন, "বিধানসভা ভোটে বাংলায় জিতে গোটা দেশ থেকেই বিজেপিকে সাফ করার প্রক্রিয়া চালু করা হবে। বাংলাই তার পথ দেখাবে।" মমতার এই মন্তব্যের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "২০১৬ সালেও উনি এরকম বলেছিলেন এবং ইউনাইটেড ইন্ডিয়া জোটের হয়ে সওয়াল করেছিলেন, উনি যত এই ধরনের কথা বেশি করে বলবেন, ততই ভোটগুলো নরেন্দ্র মোদীর পক্ষে চলে যাবে। শেষ পর্যন্ত দেখবেন, সত্যিই উনিশে হাফ হয়েছিল আর একুশে সাফ হয়ে গেল।" নন্দীগ্রামকে ঘিরে বাংলার বিধানসভা নির্বাচন প্রতিদিন যেন একটু একটু করে উত্তপ্ত হয়েই চলেছে।