জঙ্গীদের সুড়ঙ্গ আবিষ্কার করলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জঙ্গীদের সুড়ঙ্গ আবিষ্কার করলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা

Share This

জঙ্গীদের সুড়ঙ্গ আবিষ্কার করলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা


আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর,  ০৩/০৩/২০২১ : অত্যন্ত ঝুঁকি নিয়ে আজ জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরায় জঙ্গীদের লুকিয়ে থাকার গোপন সুরং আবিষ্কার করে ফেলল নিরাপত্তা বাহিনী।

বেশ কিছুদিন  ধরেই পাকিস্তানের মদতে  জঙ্গীরা সক্রিয় হয়ে উঠছিল জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরা এলাকায়। নিরাপত্তা বাহিনী বার বার তাদের তাড়া  করেও ধরতে পারছিল না। নিরাপত্তা বাহিনীর ধাওয়া খেয়ে জঙ্গীরা অরণ্যের মধ্যে হঠাৎ করেই যেন উধাও হয়ে যাচ্ছিল। তাদেরকে ধরা যাচ্ছিল না। আজ নিরাপত্তা বাহিনীর তরফে রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানরা চিরুনি তল্লাশি চালাতে শুরু করেছিল সীর এবং পাসতুনা  লাগোয়া অরণ্যে।

লাগাতার চিরুনি তল্লাশি চালাতে গিয়েই অরণ্যের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আবিস্কার করেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সেই সুড়ঙ্গের মুখ ছিল গাছপালা এবং লতাপাতা দিয়ে এমনভাবে ঢাকা যা চট করে বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়।. নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সঙ্গে সঙ্গে ওই সুড়ঙ্গটিকে ঘিরে নেয়, তারপর সুড়ঙ্গের ভিতরে ঢুকে তল্লাশি চলতে শুরু করেন।প্রতি মুহূর্তে ভিতর থেকে গুলি ছুটে আসার আশঙ্কা ছিল। ওই জায়গাটিতে মাইন বা টাইমবোমাও পুঁতে রাখা থাকতে পারত।  কিন্তু জওয়ানরা সেইসব আশঙ্কাকে পরোয়া করেন নি। ভিতরে কাউকেই পাওয়া না গেলেও পাওয়া গিয়েছে খাবার, ওষুধপত্র এবং নানান আপত্তিজনক সামগ্রী। 

সুড়ঙ্গ থেকে যা কিছু উদ্ধার করা গিয়েছে, তা থেকে এটা পরিস্কার করে বোঝা গিয়েছে, এখানে হিজবুল মুজাহিদিন জঙ্গীরা আশ্রয় নিয়েছিল। নিরাপত্তা বাহিনী আসার আগেই তারা ওই স্থান ত্যাগ করে পালিয়ে গিয়েছে। তবে যাওয়ার আগে তারা সুড়ঙ্গটিকে ধ্বংস করার সবরকম প্রচেষ্টাও চালিয়েছিল, কিন্তু সফল হয় নি। গুহাটির মুখ লম্বায় ৭ ফুট, চওড়ায় ৫ ফুট এবং উচ্চতায় ৪ ফুট বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। এই বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট থানায় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages