আজ খবর (বাংলা), হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ২৩/০৩/২০২১ : এবার পশ্চিমবঙ্গে ভোট যুদ্ধে অবতীর্ন হতে চলেছে হায়দ্রাবাদের 'অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন' বা মিম। আজ এই কথা ঘোষণা করলেন মিম দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। বাংলায় ভোটে প্রার্থী দেওয়ার বিষয়ে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর সাথেও কথা হয়েছে আসাউদ্দিন ওয়াইসির।
এর আগেও মিম দলটি নিয়ে রাজনৈতিক চর্চা কম হয় নি। পার্শ্ববর্তী রাজ্য বিহারেও এই মিম দলটি প্রার্থী দিয়েছিল এবং বিহার থেকে ৫টি আসনে জয়লাভ করেছিল। এবার আসউদ্দিন ওয়াইসির নজর পশ্চিমবাংলায়। তবে এর আগে জানা গিয়েছিল তারা সরাসরি এই রাজ্যের নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা সমর্থন দেবে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। আবাস সিদ্দিকীর দল ইতি মধ্যেই জোট বেঁধেছে কংগ্রেস এবং বাম দলগুলির সাথে। জোট থেকে পেয়ে এই রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থীও দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ।
এবার আইএসেফকে সমর্থন দেওয়া ছাড়াও আলাদা করে বেশ কিছু কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে ওয়াইসির দল। আজ এই কথা সাংবাদিকদের জানানো হয়েছে সাগরদীঘিতে। তবে রাজ্যের কোন কোন বিধানসভা কেন্দ্রে ওয়াইসির দল প্রার্থী দেবে, তা এখনো খোলসা করে বলেনি মিম। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২৭ তারিখে অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম দফার ভোটের দিনেই মিম জানাবে রাজ্যের কোন কোন কেন্দ্রে তারা প্রার্থী দেবে।