মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী

Share This



আজ খবর (বাংলা), হলদিয়া, পূর্ব মেদিনীপুর, ১২/০৩/২০২১ : আজ সকালে হলদিয়ায় গিয়ে নিজের মনোনয়ন জমা করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মার্চ মাসের ৬ তারিখে বিজেপি নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে শুভেন্দু অদিকারীর নাম ঘোষণা করেছিল। এ বছর বিধানসভা নির্বাচনে তাই নন্দীগ্রামে হাই ভোল্টেজ লড়াই দেখতে চলেছে রাজ্যবাসী। নন্দীগ্রামে কংগ্রেস-বাম-আইএসএল জোট থেকে শুধুমাত্র বামেরা প্রার্থী দিচ্ছে। সব পক্ষই ইতিমধ্যে ভোট যুদ্ধের প্রচারে নেমে পড়েছে।

আজ সকালে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রথমে নন্দীগ্রামেরই একটি মন্দিরে পুজো দিয়েছেন। গতকাল তিনি টুইট করে জানিয়েছিলেন, আজ তিনি হলদিয়ার এসডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা করতে যাবেন। সেই অনুযায়ী আজ বড়সড় রোড শো করে মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারী। সেই রোড শোয়ে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান। শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, "আমরা ইতিহাস সৃষ্টি করতে চলেছি। মানুষ আমাদের সাথে আছে।"  বিজেপি নেত্রী স্মৃতি ইরানি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "দুর্গাপূজার বিসর্জন করতে দেন না, আবার নন্দীগ্রামে এসে চন্ডীপাঠ করছেন !"  প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে নির্বাচন হবে আগামী মাসের ১ তারিখে।

আজ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শঙ্কর ঘোষের মত নেতা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় তৃণমূল তাদের ইস্তেহার প্রকাশ স্থগিত রেখেছিল। সেই ইস্তেহার আগামী ১৪ তারিখে তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। 



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages