রাজনাথ সিং-এর বক্তব্যেও সেই 'সৌরভ' প্রসঙ্গ উঠে এল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজনাথ সিং-এর বক্তব্যেও সেই 'সৌরভ' প্রসঙ্গ উঠে এল

Share This

রাজনাথ সিং-এর বক্তব্যেও সেই সৌরভ প্রসঙ্গ উঠে এল


আজ খবর (বাংলা), পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ১৬/০৩/২০২১ :  "আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির কার্যকলাপ সৌরভ গাঙ্গুলির ব্যাটিং-এর মত", বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

আজ পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোরে  একটি জনসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি যখনই ক্রিজ ছেড়ে এগিয়ে আসতেন, সবাই নিশ্চিত থাকতেন সেই শটে ছক্কা হাঁকাবেন সৌরভ, ঠিক তেমনি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিও ক্রিজ  ছেড়ে এগিয়ে এসেছে। ভোটে এবার নিশ্চিতভাবে ছক্কা হাঁকতে চলেছে বিজেপি।এবার পশ্চিমবঙ্গে সরকারও গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।"

সৌরভ গাঙ্গুলির বিজেপি যোগ নিয়ে এর আগে বার বার নানা জল্পনা তৈরি হয়েছিল। যদিও শেষমেশ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্টতঃই জানিয়ে দিয়েছিলেন সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন না। কারন এখনই তিনি রাজনীতিতেও আসছেন না। তবু বিজেপি নেতাদের নানান কথার ইঙ্গিতে বিজেপি আর সৌরভ গাঙ্গুলির নাম একই লাইনে চলে আসছে। আজ রাজনাথ সিং-এর বক্তব্যেও সেই সৌরভ প্রসঙ্গ চলে এল।

এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলি রয়েছেন গুজরাটের আমেদাবাদ শহরে। সুস্থ হওয়ার পর গত সপ্তাহেই তিনি প্রথমবার কলকাতা  থেকে আকাশপথে রাজধানী দিল্লিতে পৌঁছেছিলেন এবং সেখানে থেকে বিমানে চলে গিয়েছিলেন আমেদাবাদে। এই মুহূর্তে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ ম্যাচের সিরিজ খেলা চলছে। সেই খেলা দেখতেই আমেদাবাদে চলে গিয়েছেন সৌরভ, আগামী ২০ তারিখ পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। তাঁর এই দিল্লী যাওয়া এবং আমেদাবাদে এতদিন  ধরে থাকা নিয়েও জল্পনা শুরু হয়েছিল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages