প্রার্থী কেন্দ্রগুলির ১ম তালিকা প্রকাশ আব্বাস সিদ্দিকীর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রার্থী কেন্দ্রগুলির ১ম তালিকা প্রকাশ আব্বাস সিদ্দিকীর

Share This

প্রার্থী কেন্দ্রগুলির ১ম তালিকা প্রকাশ আব্বাস সিদ্দিকীর
দলীয় পতাকা হাতে কলকতা প্রেস ক্লাবে আব্বাস সিদ্দিকী (ফাইল চিত্র)


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০৩/২০২১ : প্রার্থীদের নাম ঘোষণা না করলেও কোথায় কোথায়  প্রার্থী দেওয়া হবে সেই তালিকা প্রকাশ করল আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ।

বামেদের কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মোট ৩০টি আসন পেয়েছিল, কিন্তু তাদের তরফে আজ মোট ২৬টি আসনের কথা জানানো হয়েছে প্রথম দফায়। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি সিমল সোরেন প্রার্থী কেন্দ্রের নামগুলির তালিকা প্রকাশ করেছেন।

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএল) যে যে জায়গায় প্রার্থী দিচ্ছে - 

রায়পুর, মহিষাদল, চন্দ্রকোনা, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং (পূর্ব), জগদবল্লভপুর, জঙ্গীপাড়া , হরিপাল, ভাঙ্গর, পাঁচলা, মেটিয়াবুরুজ, উলুবেড়িয়া (পূর্ব), রানাঘাট (উঃ পু:), কৃষ্ণগঞ্জ, হাড়োয়া, বসিরহাট (উঃ), সন্দেশখালি, চাপড়া , অশোকনগর, আমডাঙ্গা, আসানসোল উত্তর, ময়ূরেশ্বর, এন্টালি, মধ্যমগ্রাম ও খগানাকুল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages