কাশ্মীরের আকাশে বিমানের আকারে 'পিআইএ' লেখা বেলুন ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাশ্মীরের আকাশে বিমানের আকারে 'পিআইএ' লেখা বেলুন !

Share This

কাশ্মীরের আকাশে বিমানের আকারে পিআইএ লেখা বেলুন !
এই বেলুনটিকেই কাশ্মীরের আকাশে উড়তে দেখা গিয়েছিল 


আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১০/০৩/২০২১ : এবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত লাগোয়া গ্রামের আকাশে এরোপ্লেনের মত দেখতে গ্যাস বেলুন উড়তে দেখা গেল। সেই গ্যাস বেলুনের ওপর লেখা ছিল 'পিআইএ'।

জম্মু ও কাশ্মীরের হীরানগর সেক্টরের সোত্ৰা চক গ্রামের মানুষ হঠাৎ দেখেন আকাশে একটি বড় বিমান ভেসে বেড়াচ্ছে। বিমানের রঙ সাদা ও সবুজ। গায়ে লেখা আছে 'পিআইএ'।  পিআইএ মানে হল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। ভাল করে দেখে বোঝা যায় সেটি কোনো বিমান নয়, বিমানের মত দেখতে বড় আকারের গ্যাস বেলুন।  সেই গ্যাস বেলুনটিই আকাশে ভেসে রয়েছে।  

গ্রামের মানুষ সাথে সাথেই খবর দেয় পুলিশকে। কাশ্মীর জোন পুলিশ ঘটনাস্থলে এসে ওই গ্যাস বেলুনটিকে নামিয়ে আনে। সীমান্তের এপারে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যেই সম্ভবত এই ধরনের উদ্যোগ নিয়েছিল পাকিস্তান। অথবা ফাঁকা একটি বেলুন উড়িয়ে তারা ভারতের প্রতিক্রিয়া দেখতে চেয়েছিল। রাজবাগ থানার পুলিশ ওই বেলুনটি বাজেয়াপ্ত করেছে এবং একটি তদন্ত শুরু করেছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages