![]() |
শোভারানী মজুমদার |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৩/২০২১ : নিমতার সেই বৃদ্ধা শোভারানী মজুমদারের আজ মৃত্যু হয়েছে, যে বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
কিছুদিন আগে গোপাল মজুমদার নামে এক বিজেপি কর্মী অভিযোগ জানিয়েছিলেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছিল। বাড়িতে গোপালবাবুকে না পেয়ে তাঁর ৮৫ বছরের বৃদ্ধ মা'কে আক্রমন করতে ছাড়েনি ওই দুষ্কৃতীরা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ওই বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেছিলেন কিভাবে তাঁর ওপর আক্রমন চালানো হয়েছিল।ওই ঘটনায় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধা। ঘটনার আকস্মিকতা তাঁকে বিহ্বল করে তুলেছিল।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসলে বেশ কিছু বিজেপি নেতা গোপাল মজুমদারের বাড়িতে গিয়ে তাঁর মাকে দেখে এসেছিলেন, তাঁকে দেখতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। বৃদ্ধাকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। চারদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ওই বৃদ্ধা, কিন্তু গতকাল গভীর রাত্রে নিজের বাড়িতেই তিনি পরলোক গমন করেন।
তৃণমূলের কর্মীদের হাতে ওই বৃদ্ধার আক্রান্ত হওয়ার ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সৌগত রায়।তিনি বলেছেন, "এটা বিজেপির গোপাল মজুমদার এবং তৃণমূল সমর্থকদের মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা। ঘটনাটি ঘটেছিল গোপালের বাড়ির সামনে। সেখানে গোপাল পড়ে গিয়েছিল, তার মা সেটা দেখে ভেবেছিলেন তৃণমূল সমর্থকরা তাঁর ছেলেকে আক্রমন করেছে। তিনি রেগে গিয়ে বাড়ির বাইরে এসে নিজেই পড়ে গিয়েছিলেন। তাতেই তিনি আহত হয়েছিলেন। বিজেপি ওই ঘটনার সাথে রাজনীতিকে জড়াচ্ছে। ওই বৃদ্ধার মৃত্যুর সাথে রাজনীতিকে জড়ানো উচিত নয় বলে আমি মনে করি।"
এই ঘটনা সম্বন্ধে শোভারানীদেবী নিজে সাংবাদিকদের জানিয়েছিলেন, তাঁকে মাথায় ও ঘাড়ে আঘাত করা হয়েছিল, তাঁর মুখে সজোরে ঘুঁষি মারা হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁর সারা শরীরে ব্যাথা করছিল। তাঁকে সেই দুষ্কৃতীরা হুমকি দিয়ে ওই ঘটনার কথা কাউকে জানাতে বারণ করে দিয়েছিল। ওই ঘটনার কথা তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনেই সবাইকে জানিয়েছিলেন। তবে আজ সব ব্যাথা বেদনার উর্ধে উঠে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন শোভারানীদেবী।