সুদীপ জৈনের অপসারণ চেয়ে তৃণমূলের চিঠি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সুদীপ জৈনের অপসারণ চেয়ে তৃণমূলের চিঠি

Share This

সুদীপ জৈনের অপসারণ চেয়ে তৃণমূলের চিঠি
সৌগত রায় 


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৩/২০২১ : পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বে থাকা কমিশন কর্তা সুদীপ জৈনের অপসারণ দাবী করল তৃণমূল কংগ্রেস। 

আজ তৃণমূল ভবনে বেশ কিছু অভিনয় জগতের কলাকুশলী এবং গায়িকা যোগদান করলেন তৃণমূলে। প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বার্তা দিয়েছেন। এই যোগদানের অনুষ্ঠানেই তৃণমূল নেতা সৌগত রায় আজ সাংবাদিকদের জানালেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা সুদীপ জৈন সম্পর্কে আপত্তি আছে তৃণমূল কংগ্রেসের। তাই আজ সাংসদ ডেরেক ও ব্রায়ান দিল্লীর মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সুদীপ জৈন সম্বন্ধে আপত্তির কথা জানিয়ে তাঁর অপসারণ চেয়েছেন।

সৌগতবাবু বলেন, "এর আগে কলকাতার রাজপথে অমিত শাহ যখন রোড  শো করছিলেন, সেই সময় বিদ্যাসাগর কলেজ হস্টেলে থাকা বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি ভাঙ্গা হয়েছিল। সেই সময় এই সুদীপ জৈন কেন্দ্র সরকারকে একটি রিপোর্ট পাঠিয়েছিলেন, সেই রিপোর্ট নিয়ে সেই সময় আপত্তিও  জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। 

এছাড়াও গত লোকসভা নির্বাচনে নিরাপত্তার জন্যে একটি 'কুইক রেসপন্স টিম' তৈরি করা হয়েছিল। সেই বাহিনীতে কেন্দ্রীয় বাহনী যেমন ছিল তেমন রাজ্যের পুলিশও ছিল। অথচ সেই বাহিনীর শীর্ষে একজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে রাখার জন্যে সওয়াল করেছিলেন এই  সুদীপ জৈন। যা কিনা দেশের সংসদীয় পরিকাঠামোর পরিপন্থী বলে মনে করে তৃণমূল কংগ্রেস। তাই এই আধিকারীককেই রাজ্যের নির্বাচনের দায়িত্ব দিলে তা যে পুরোপুরি নিরপেক্ষ হবে না,  এমনটাই মনে করছে তৃণমূলের। তাই সুদীপ জৈনের অপসারণ চেয়ে দিল্লীতে চিঠি পাঠিয়েছে ঘাস ফুল শিবির।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages