![]() |
শিশির অধিকারী |
আজ খবর (বাংলা), কাঁথি, মেদিনীপুর, ০৩/০৩/২০২১ : এবার নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শিশির অধিকারী।
দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সদস্য থাকলেও নিষ্ক্রিয় হয়েছিলেন শিশির অধিকারী। জেলা সভাপতি থাকা সত্ত্বেও তাঁকে সেভাবে আর দলীয় বৈঠক, সভা এবং অনুষ্ঠানে তেমন করে আর ডাকা হচ্ছিল না। তাঁর দুই ছেলে শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। কিন্তু শিশির অধিকারী এখনো দল ছাড়েন নি, তিনি সেভাবে দলের বিরুদ্ধে মুখও খোলেন নি। বিধানসভা নিবাচনের আগে আজ তিনি মুখ খুললেন এবং দলের বিরুদ্ধে জমে থাকা তাঁর ক্ষোভ উগরে দিলেন সাংবাদিকদের সামনেই।
শিশির অধিকারী বলেন, "আমার বাড়ির কাছেই তৃণমূল সভা করছে। আমাকে ডাকাও হচ্ছে না। সেই সভাগুলি থেকে আমাকে এমনভাবে গালিগালাজ করা হচ্ছে, যেন আমি খুন করেছি বা সেইরকমই কোনো ঘৃণ্য অপরাধ করেছি। এই মুহূর্তে দলে আমার অবস্থান ঠিক কি. তা আমি নিজেও জানি না। আমার ছেলের সাথে অন্যায় করা হয়েছিল, তাই সে দল ছেড়ে দিয়েছে। কিন্তু আমি এখনো দল ছাড়িনি।"
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে তিনি এই মুহূর্তে একজন হেভিওয়েট নেতা। বিভিন্ন জনসভাগুলোতে শুভেন্দুর বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ ভীড় করেন। দল ছাড়ার পর শুভেন্দু নানাভাবে টার্গেট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকও টার্গেট করেছেন শুভেন্দুকে। তবে অভিষেকের বিরুদ্ধে বার বার মুখ খুলে নানান কথা বলার জন্যে শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলাও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই মামলার শুনানিতে হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় কিছুটা স্বস্তিতে শুভেন্দু।
এদিকে গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। আগে থেকেই আসানসোল থেকে লোকসভা ভোটে জিতে বাবুল সুপ্রীয় বিজেপিকে শক্তি জুগিয়েছিলেন। এবার সেই আসানসোল থেকেই তৃণমূলের স্তম্ভ বলে পরিচিত জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আজ জিতেন্দ্র তিওয়ারির পাশাপাশি আসানসোল অঞ্চলেরই তিন কাউন্সিলারও যোগ দিলেন বিজেপিতে। এর ফলে ওই অঞ্চলে আরও শক্তিবৃদ্ধি হল বিজেপির। আসানসোল অঞ্চলকে তৃণমূল শূন্যকরার ডাক দিয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রীয়।