![]() |
কানাইয়া কুমার |
আজ খবর (বাংলা), পটাশপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ২০/০৩/২০২১ : "আগে যার ছবি দিদির আশেপাশে লাগানো থাকত এখন তার ছবি মোদির আশেপাশে লাগানো রয়েছে, পুরাতন বিষ নতুন বোতলে তৈরি হয়ে এসেছে", নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেন CPI নেতা কানাইয়া কুমার।
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই পার্থি সৈকত গিরির সমর্থনে শনিবার পটাশপুর দু নম্বর ব্লকের পটাশপুর দাইতলা বাজার সংলগ্ন এলাকায় এক জনসভার আয়োজন করা হয়। জন সভার সভাপতিত্ব করেন সিপিআই নেতা সৈকত গিরি। এখানে এসে সিপিআই নেতা কানাইয়া কুমার বলেন "যখন নিজেকে গৌরবান্বিত করার ইচ্ছে হয়, তখন মনে করি বিহার বাংলার একটা অংশ।"
কানাইয়া কুমার এদিন বলেন, "আপনাদের কাছে একটা স্বর্ণালী ইতিহাস আছে তাই আমরা আশাবাদী বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবোনা। এখন সব কিছু বিক্রির সময় যখন রেল বিক্রি হচ্ছে, প্লেন বিক্রি হচ্ছে দেশের সব কিছু বিক্রি হচ্ছে তখন খেয়াল রাখবেন যেন সম্মান না বিক্রি হয়", পাশাপাশি পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একাধিক ভাবে তোপ দাগলেন CPI নেতা কানাইয়া কুমারের।