![]() |
নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
আজ খবর (বাংলা), ঢাকা, বাংলাদেশ, ২৬/০৩/২০২১ : দু'দিনের সফরে বাংলাদেশে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্ণাঢ্য স্বাগত জানালো বাংলাদেশ সরকার। মোদীকে দেখে বিশেষ করে আপ্লুত হয়ে পড়েন সে দেশে থাকা ভারতীয়রা। বাংলাদেশের দাউদি বোহরা সম্প্রদায় মোদীকে শাল উপহার দিয়েবরণ করে নেয়।
বাংলাদেশের দাউদি বোহরা সম্প্রদায় জানিয়েছে, "আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে এসেছি, তিনি যে উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন, তার সাফল্য কামনা করছি। তাঁর হাত দিয়েই ভারত-বাংলাদেশের বন্ধুত্ব এবং ঐক্য আরও সুদৃঢ় হোক। আমরা তাঁকে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি, তিনি দীর্ঘজীবী হোন এবং আরও সাফল্যের পথে এগিয়ে যান।"
নরেন্দ্র মোদী বলেন, "আমার সাথে হোটেলে ৭ বছর বয়সী একটি ছোট্ট মেয়ের দেখা হয়েছিল, তার নাম এঞ্জেলিকা। সে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি কি ছিলাম, আমি কেমন ছিলাম, আমার নাম কি ছিল ? এইসব। আমি আমার ছোট্ট বন্ধুর সাথে কথা বলতে বলতে আবেগ প্রবন হয়ে পড়েছিলাম।"
আজ সকালেই দু'দিনের বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদী বাংলাদেশের রাজধানী ঢাকায় গিয়ে পৌঁছেছেন। সেখানে বংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান। তারপর মোদী শবর উপজেলার শহীদ স্মৃতি সৌধে যান এবং সেখানে গিয়ে ১৯৭১ সালের মুক্তি যোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের স্বধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমনের শতবর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদী বাংলাদেশে সফর করছেন। এরপর মোদী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথেও সাক্ষাৎ করবেন। করোনা অতিমারীর পর নরেন্দ্র মোদী এই প্রথমবার বিদেশ যাত্রা করলেন। (আজ খবর)