আজ খবর (বাংলা), গোয়া, ভারত, ০৬/০৩/২০২১ : গোটা ম্যাচ দাপটের সাথে খেলেও শেষ পর্যন্ত নিজেদের জয় ধরে রাখতে পারল না এটিকে মোহনবাগান। নর্থ ইস্টের সাথে খেলার ফল দাঁড়ালো ১-১;
আজ দুই দলই ভাল খেললেও ছোটখাটো ভুলগুলো কিন্তু চোখে পড়ছিল। দুই দলই মাঝমাঠে তাদের আধিপত্য বজায় রাখতে পেরেছে। সেক্ষেত্রে বলা যেতেই পারে খেলা হয়েছে সমানে সমানে। তবে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় একটি লম্বা বাড়ানো শট নর্থ ইস্ট দলের পেনাল্টি বক্সের মধ্যেই রিসিভ করেন রয় কৃষ্ণা। অসাধারন ড্রিবল করে তিনি সুন্দর পাস্ বাড়িয়ে দেন পেনাল্টি বক্সের মধ্যে থাকা উইলিয়ামসকে।উইলিয়ামস বলটি রিসিভ করেই অসামান্য মুন্সিয়ানা দেখিয়ে বিপক্ষ দলের ডিফেন্স এবং গোলকিপারকে রীতিমত বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন। সবুজ মেরুন এগিয়ে যায় ১-০ গোলে।
হাফ টাইমের আগে পর্যন্ত বেশ ক্লান্ত লাগছিল নর্থ ইস্টের বেশ কয়েকজন ফুটবলারকে। দ্বিতীয় অর্ধে নর্থ ইস্টের বল পজেশন একটু হলেও বেশি ছিল মেরিনার্সদের থেকে। তবে খেলার লিড ধরে রাখতে মরিয়া হয়ে খেলছিলেন বাগানের ফুটবলাররাও। খেলার ৯০ মিনিটও পার হয়ে গিয়েছিল। ইনজুরি টাইম যুক্ত হয়েছিল ৬ মিনিটের মত। আর সেই সুযোগটাকেই কাজে লাগাল নর্থ ইস্ট। এটিকে মোহনবাগান এই সময় বেশ কিছু ফাউল করে ফেলছিল। ম্যাচের ৯৩ মিনিটের মাথায় সিল্লা অসাধারন একটি গোল করে সমতা ফিরিয়ে আনেন। ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১; একটুর জন্যে আজ সবুজ মেরুনের জয় আটকে গেল, ডিফেন্স লাইনে একটা ভুলের খেসারত দিয়ে ৩ পয়েন্ট থেকে বঞ্চিত রইল মেরিনার্স।