![]() |
ব্রতীন মন্ডল |
আজ খবর (বাংলা), শান্তিপুর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ২৬/০৩/২০২১ : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পুরো একশো শতাংশ নম্বর পেয়ে গোটা দেশ , রাজ্য , নদিয়া জেলা ও শান্তিপুরের মধ্যে আবার এক অনবদ্য প্রশংসা ও কৃতিত্বের নজির গড়ল শান্তিপুর শহর অন্তর্গত জলেস্বর তিলি পাড়া সংলগ্ন রামনগর মিস্ত্রি পাড়া অঞ্চলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ব্রতীন মন্ডল ।
ব্রতীন মন্ডল আজ খবরকে জানাল যে, সে খুবই উচ্ছসিত এই ধরনের ফলাফলে , পঞ্চম শ্রেণী থেকে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে পাঠরত ব্রতীন মন্ডল দুই বছর আগে মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে তৃতীয় স্থান অধিকার করেছিলো রাজ্যের মধ্যে ।
এত ভালো পরীক্ষার ফলাফলের নেপথ্যে কারণ কি কারণ লুকিয়ে আছে বা কোনো বিশেষ টিপস আছে কি ? আমাদের সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে ব্রতীন মন্ডল জানালো কোনো একটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে না পড়াশোনা করে প্রতিটি বিষয়ের ওপর যথেষ্ট গুরুত্ব সহ অধ্যয়ন করলে অবশ্যই ভালো ফল মিলবে ।
ব্রতীনের এই সাফল্যে উচ্ছসিত শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং অ্যাকাডেমি অফ কাউন্সিলের সেক্রেটারি প্রকাশ চন্দ্র দে । তিনি জানাচ্ছেন ব্রতীন মন্ডল শুধু শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের গর্ব নয় , সে সমস্ত শান্তিপুর , নদিয়া এবং বাংলার গর্ব । মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ চন্দ্র দে আরও জানাচ্ছেন ব্রতীন মন্ডল শুধু পড়াশুনাতেই প্রশংসনীয় নয়, ছাত্রটির আচার আচরণ , নিয়মানুবর্তিতা , শৃঙ্খলা পরায়ণতা সমস্ত দিকেই যথেষ্ট প্রশংসার দাবি রাখে ।
রিপোর্ট : মলয় দে
# England Vs. India 2nd ODI Score : England 46/0 (8.1 Overs). Roy 39 Bairstow - 6 Target 337.