বোমাতঙ্ক ভালবাসার স্মৃতিসৌধ তাজমহলে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বোমাতঙ্ক ভালবাসার স্মৃতিসৌধ তাজমহলে

Share This

বোমাতঙ্ক ভালবাসার স্মৃতিসৌধ তাজমহলে


আজ খবর (বাংলা), আগ্রা, উত্তরপ্রদেশ, ০৪/০৩/২০২১ : আজ সকালে বোমাতঙ্কের জেরে রীতিমত আতঙ্ক  ছড়িয়েছিল ভালবাসার স্মৃতিসৌধ হিসেবে বিশ্বখ্যাত তাজমহলে। আজ সকল থেকেই তাজমহল চলে গিয়েছিল পুলিশ হেফাজতে।

আজ সকালে পুলিশের কাছে একটি উড়ো ফোন এসেছিল, যে ফোনে দাবী করা হয়েছিল যে তাজমহলের ভিতরে বোমা রাখা আছে। এই ফোন পেয়েই তৎপর হয়ে ওঠে উত্তরপ্রদেশের পুলিশ। দ্রুত তাজমহলে পৌঁছেই পুলিশ পর্যটকদের নিরাপদে বাইরে বের করে আনে।  এরপর তাজমহল চত্বর পুরোপুরি খালি করে দেওয়া হয়।  তাজমহলের সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়, এমনকি তাজমহল সংলগ্ন দোকানগুলিকেও বন্ধ করে দেওয়া হয়। এই ব্যাপারে তাজমহল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল আজ সকাল থেকে।

ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সিআইএসএফ এবং বম্ব স্কোয়াড। এরপর পুলিশ, বম্ব স্কোয়াড এবং সিআইএসএফ যৌথভাবে তাজমহলের প্রতিটি জায়গায় তল্লাশি চালায়। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায় নি। এরপর পুলিশ তদন্ত চালাতে থাকে। কে পুলিশকে ফোন করে ভুয়ো খবর দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তার খোঁজ চালাতে থাকে উত্তরপ্রদেশ পুলিশ। স্থানীয় লোকেদের জিজ্ঞসাবাদ করে পুলিশ জানতে পারে এক প্রৌড়  এ কাজ করে থাকতে পারে, যে ওই অঞ্চলেই থাকে এবং সম্প্রতি সে চাকরি হারিয়ে অবসাদে দিন কাটাচ্ছিল। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ, পাশাপাশি সংশ্লিষ্ট থানায় একটি ডায়রিও করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাজমহল নিরাপদ রয়েছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages