আজ খবর (বাংলা), বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ২৪/০৩/২০২১ : বিষ্ণুপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার 'মিথ্যাবাদী' বলে আক্রমন শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এও অভিযোগ করলেন যে বিজেপি বাইরে থেকে রাজ্যে গুন্ডাদের নিয়ে আসছে।
আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে যথাযথ সন্মান করি। কিন্তু নরেন্দ্র মোদীর মত এতবড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি কখনো দেখিনি। তিনি সবসময় মিথ্যা কথা বলেন। গুন্ডা কারা ? আজ বিজেপির অত্যাচারে উত্তরপ্রদেশের আইপিএস অফিসারেরা চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।" মমতা আরও অভিযোগ করে বলেন, "বিজেপি উত্তর প্রদেশ থেকে গুন্ডা এনে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।"
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, "কৃষকরা প্রায় এক বছর হতে চলল আন্দোলন করে চলেছেন, কিন্তু বিজেপি সরকার কৃষকদের রাজপথে হেঁটে যাওয়াটাও বন্ধ করে দিয়েছে। এটা হয়েছে তিন সিন্ডিকেটের মাধ্যমে, যার মাথায় রয়েছেন মোদী, অমিত শাহ এবং জে পি নাড্ডা। আদানি সব টাকা পয়সা এবং পণ্য লুঠ করবে, আর একমাত্র মোদী, শাহ এবং নাড্ডারা খেয়ে পড়ে বাঁচবে ? আর সাধারণ মানুষ শুধুমাত্র চোখের জলে দিন কাটাবে ?"
মমতা বলেন, "মোদী তো বলেছিলেন প্রত্যেককে ১৫ লক্ষ করে টাকা দেবেন। তিনি দিয়েছেন ? তা যদি না দিয়ে থাকেন তাহলে একটাও ভোট বিজেপিকে দেবেন না। ওরা 'বেটি পড়াও, বেশি বাঁচাও' প্রকল্প তৈরি করলেও একটা টাকাও সেই প্রকল্পে খরচ করে নি, অথচ দেখুন আমাদের রাজ্যে আমরা ছাত্রীদের বৃত্তিমূলক খরচ হিসেবে ১,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দিয়ে চলেছি।"