নেত্রী আহত, নির্বাচনী ইস্তেহার প্রকাশ স্থগিত রাখল তৃণমূল রাজনীতি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নেত্রী আহত, নির্বাচনী ইস্তেহার প্রকাশ স্থগিত রাখল তৃণমূল রাজনীতি

Share This



নেত্রী আহত, নির্বাচনী ইস্তেহার প্রকাশ স্থগিত রাখল তৃণমূল
উডবার্ন ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়, ইনসেটে - তাঁর পায়ে প্লাস্টার হয়েছে 


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৩/২০২১ : নন্দীগ্রামে তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় ইস্তেহার প্রকাশ স্থগিত করে দিল।

গতকাল দুপুরে হলদিয়ায় নিজের মনোনয়ন পেশ করে নন্দীগ্রামেই ফিরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সেখানে একটি মন্দির থেকে বের হওয়ার পর গাড়ির কাছে আসতেই ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলে মমতাকে ঘিরে প্রবল উন্মাদনা ছিল স্থানীয় মানুষ এবং তৃণমূল কর্মীদের মধ্যে। এখানেই আঘাতপ্রাপ্ত হন তিনি। মমতা অভিযোগ করেছেন, অজ্ঞাত পরিচয় চার বা পাঁচজন ব্যক্তি তাঁকে এসে ধাক্কা মারেন। যার ফলে তিনি পায়ে, গোড়ালিতে, কাঁধে এবং ঘাড়ে  চোট  পান। এরপর দ্রুত তাঁকে নন্দীগ্রাম থেকে সড়কপথে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্যে চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছে। 

গতকালই রাত্রে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর, কিন্তু হাসপাতালের বাইরে থাকা তৃণমূল সমর্থকেরা তাঁকে গো ব্যাক স্লোগান দেন, এমনকি তাঁর দিকে জুতো ছোঁড়ার অভিযোগ পর্যন্ত পাওয়া গিয়েছে। তৃণমূল নেতৃত্বের অনেকেই মমতাকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন। আজ সকালে বিজেপি নেতা তথাগত রায় এবং শমীক ভট্টাচার্য্য হাসপাতালে মমতাকে দেখতে আসলেও তাঁদের সাক্ষাৎ করতে দেওয়া হয় নি বলে জানা গিয়েছে। আজ তৃণমূলের তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ছিল, কিন্তু নেত্রী আহত হওয়ায় আপাতত সেই ইস্তেহার প্রকাশ করা হচ্ছে না, আগামী রবিবার পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সবরকম কর্মসূচী বাতিল করা হয়েছে। ৭২ ঘণ্টা পর পরিস্থিতি খতিয়ে দেখে তৃণমূলের তরফ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages