তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী

Share This

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৩/২০২১ : বিধানসভা নির্বাচনের আগেই আজ বেশ কিছু কর্মী তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা শমীক  ভট্টাচার্য্য। 

ভোটের প্রচারের সাথে সাথে বিভিন্ন জনসভা থেকে বিজেপি নেতৃত্ব বার বার জানিয়ে আসছিল ভোট যত এগিয়ে আসবে ততই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন রাজনৈতিক কর্মীরা। পশ্চিমবঙ্গে নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হয়ে যাওয়ার পরেই বিজেপিতে বহু মানুষ যোগদান করতে ইতিমধ্যেই এসে গিয়েছেন।  গত কয়েকদিন ধরেই বিজেপিতে যোগদান করার হিড়িক পরে গিয়েছে, যোগ দিয়েছেন বেশ কিছু সেলিব্রিটিরাও। 

আজ তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে যোগদান করলেন, তাঁরা হলেন কালী খটিক (উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের এসসি এস টি ও ওবিসি সেলের প্রেসিডেন্ট), শিব কুমার রায় (উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের এসসি এস টি ও ওবিসি সেলের প্রেসিডেন্ট, কমল মণ্ডল (পাথুরঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ), স্বপন নস্কর (পাথুরঘাটা পঞ্চায়েত সদস্য), অশোক রাই  (পঞ্চায়েত সদস্য, পাথুর ঘাটা ), কমল মণ্ডল (পঞ্চায়েত সদস্য, পাথুর ঘাটা), শ্রীমতি কামিনী সমতিনি (তৃণমূল নেত্রী ও সমাজসেবী), কমল আহমেদ (তৃণমূল মাইনরিটি সেলের সদস্য), এছাড়াও তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ১৬ পদাধিকারী এবং আরও ৯ জন তৃণমূল কর্মী।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages