বিজেপিতে যোগদান করছেন না সৌরভ গাঙ্গুলি : দিলীপ ঘোষ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিজেপিতে যোগদান করছেন না সৌরভ গাঙ্গুলি : দিলীপ ঘোষ

Share This

বিজেপিতে যোগদান করছেন না সৌরভ গাঙ্গুলি : দিলীপ ঘোষ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৩/২০২১ :  'বিজেপিতে যোগদান করছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি', আজ এই বিষয়ে সাফ জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগদান নিয়ে বার বার জল্পনা তুঙ্গে উঠেছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এমনকি কেউ কেউ বঙ্গ বিজেপির মুখ হিসেবেও কল্পনা করতে শুরু করেছিলেন সৌরভকে নিয়ে। সেই কল্পনা জল্পনার সৃষ্টি করছিল। গতকালও কেউ কেউ আলোচনার করেছিলন আগামী ৭ তারিখে নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকতে চলেছেন সৌরভ। এই কারণেই জল্পনার সূত্রপাত হয়েছিল যে প্রাক্তন অধিনায়ক হয়ত মোদীর  উপস্থিতিতেই বিজেপিতে যোগদান করতে চলেছেন। 

আজ বিজেপি কোর কমিটির  বৈঠকে বসতে চলেছে, যে বৈঠকে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ স্পষ্ট করে জানিয়ে দিলেন, "সৌরভ বিজেপিতে যোগ দিতে পারে এমন কোনো বিষয় আমার অন্তত জানা নেই। এই ব্যাপারে বৈঠকে কোনো আলোচনাও হয় নি।" বিজেপি সূত্রে জন্য গিয়েছে, বিজেপির কোর  কমিটির বৈঠকে আপাতত শুধুমাত্র প্রথম দুই দফার নির্বাচন যেখানে যেখানে রয়েছে, সেই জায়গাগুলির প্রার্থী তালিকা ঠিক করা হয়েছে। সেই নামগুলি কিছুদিনের মধ্যেই প্রকাশ করে দেওয়া হবে। গোটা রাজ্যের সব বিধানসভা আসনগুলিকে নিয়েই চুল চেরা বিশ্লেষণ করা হচ্ছে। প্রথম দুটি দফা ছেড়ে বাকি কেন্দ্রগুলিতে কাদের প্রার্থী করা হবে, এবার সেই বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে বঙ্গ বিজেপি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages