অনন্তনাগে এনকাউন্টার : মৃত ২ জঙ্গী, বদগাঁওয়ে আত্মঘাতী জওয়ান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অনন্তনাগে এনকাউন্টার : মৃত ২ জঙ্গী, বদগাঁওয়ে আত্মঘাতী জওয়ান

Share This

অনন্তনাগে এনকাউন্টার : মৃত ২ জঙ্গী, বদগাঁওয়ে আত্মঘাতী জওয়ান


আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১১/০৩/২০২১ : আজ সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে শুরু হয়েছে জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। এই এনকাউন্টার চলাকালীন এখনো পর্যন্ত এক জঙ্গীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অনন্তনাগের একটি গ্রামে তল্লাশি চালাতে যায়। সেখানেই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের দিকে গুলি ছুটে আসে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। গোটা গ্রামকেই কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে। জঙ্গীদের সাথে গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত এক জঙ্গীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় অনন্তনাগে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।  অপারেশন চলছে এখনো। এই সপ্তাহেরই প্রথম দিকে জঙ্গী গোষ্ঠী অল বদরের শীর্ষ নেতা গনি খ্বাজাকে সোপোর থেকে ধরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী, যদিও তার দুই সাগরেদ কোনোক্রমে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।

এদিকে জম্মু কাশ্মীরের বদগাঁও সিআরপিএফ শিবিরে আজ এক জওয়ান নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। এই জওয়ানের নাম অমর জ্যোতি। তিনি ২৭ দিনের ছুটি কাটিয়ে পয়লা মার্চ ফের বাহিনীতে যোগ নিয়েছিলেন। তবে সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে ফেরার পর তিনি মানসিকভাবে বিদ্ধস্ত ছিলেন। বাহিনীতে যোগ দিয়ে তিনি অস্ত্রও নেন নি, তবে আজ তাঁর সহকর্মীর বন্দুক থেকে নিজের মাথায় গুলি চালিয়ে অমর  জ্যোতি আত্মহত্যা করেছেন। 

নিউজ আপডেট :  এই মাত্র খবর পাওয়া গেল, অনন্তনাগে জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর যে এনকাউন্টার চলছিল, তাতে আরও এক জঙ্গীর মৃত্যু হয়েছে।  নিরাপত্তা বাহিনী এবং পুলিশের জওয়ানরা সকলেই নিরাপদে আছেন বলে কাশ্মীর জোন  পুলিশের তরফ থেকে আইজি বিজয় কুমার জানিয়েছেন।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages