![]() |
এই ছবি ইতিহাস, এখগন দুজনেই দুজনের প্রতিপক্ষ |
আজ খবর (বাংলা), নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, ২৮/০৩/২০২১ : প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, এবার সবার চোখ রয়েছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধকারীর ভোটের দিকে।
নন্দীগ্রামের ভোটের প্রচারে তৃণমূল এবং বিজেপি দুই দলই তাদের স্ট্রার ক্যাম্পেনারকে ভোটে প্রচারে কাজে লাগিয়েছে। এই কেন্দ্রকে ঘিরেই ভোট যুদ্ধ তুঙ্গে উঠেছে। তৃণমূল সুপ্রীমো নিজে এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন, সুতরাং এই কেন্দ্রে তৃণমূলের সবচেয়ে বেশি ভোট পাওয়ার কথা। উল্টো দিকে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা। তিনি ইতিমধ্যেই প্রতিপক্ষ মমতা বন্দ্যেপাধ্যায়কে অন্তত ৫০ হাজার ভোটে পরাজিত করবেন বলে চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, এই কারণেই নন্দীগ্রামের নির্বাচনকে ঘিরে মানুষের কৌতূহল এত বেশি।
মমতা আজ সকালেই বিশাল রোড শো করেছেন নদীগ্রামে, বিজেপি নেতা অমিত শাহ আগামী মঙ্গলবার জনসভা করতে চলেছেন নন্দীগ্রামে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুভেন্দু অধিকারীর হয়ে জনসভা করেছেন। শুভেন্দু অধিকারী সবে মাত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন, তাই শুভেন্দুর দিকে সকলের রাজনৈতিক নজর রয়েছে। ভোটের গণনা শুরু হলেও শুভেন্দুর দিকে নজর থাকবে সকলের। নদীগরকামে কে জিতবে মমতা নাকি শুভেন্দু অধিকারী সেদিকে নজর থাকবে সকলের।