আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৬/০৩/২০২১ : তৃণমূল কংগ্রেস থেকে চলে এসে আজ নতুন দিল্লীতে পদ্ম শিবিরে যোগদান করলেন দীনেশ ত্রিবেদী। দীনেশবাবু রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন।
গত মাসের ১২ তারিখে নাটকীয়ভাবে তৃণমূল দল ত্যাগ করার কথা ঘোষণা করেছিলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেছিলেন তৃণমূল দলে তাঁর দম বন্ধ হয়ে আসছে। এর পরেই তিনি তৃণমূল ত্যাগ করেছিলেন, আর আজ তিনি বিজেপিতে যোগ দিলেন।বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা এবং মন্ত্রী পীযুষ গোয়েল বিজেপিতে স্বাগত জানিয়ে তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন। আজ থেকে দীনেশবাবু পদ্ম শিবিরের হয়ে লড়াইতে নামছেন।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, "আজকের দিনটা আমার কাছে একটা অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ দিন এবং স্বর্ণ মুহূর্ত বলতে পারেন। আজকের দিনটার জন্যে আমি অনেকদিন অপেক্ষা করেছি। আর সেটা নাড্ডাজি এবং আমার বিজেপির বন্ধুরাও জানেন। .আমি কিন্তু আমার নীতি থেকে সরে আসিনি। আমার কাছে দেশ হল সবকিছুর উর্দ্ধে। সেই দেশই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির হাতে সবচেয়ে বেশি সুরক্ষিত রয়েছে, আজ সবাই তা জানে।" দীনেশবাবুর মত বহু তৃণমূল নেতা দলত্যাগ করে বিজেপিতে যোগদান করে চলেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোটের লড়াইতে ঝাঁপাতে চলেছে ভারতীয় জনতা পার্টি।
Loading...