![]() |
বিজেপি নেতার মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটা শহরে, নামানো হয়েছে পুলিশের বিশেষ বাহিনী |
আজ খবর (বাংলা), দিনহাটা, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ২৪/০৩/২০২১ : কোচবিহারের দিনহাটায় এক বিজেপি মন্ডল প্রেসিডেন্টের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
দিনহাটা শহরে আজ ওই বিজেপি মন্ডল প্রেসিডেন্টের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দলের মন্ডল প্রেসিডেন্টের মৃতদেহ উদ্ধার হতেই বিক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা দেয়। বিজেপি নেতার এইভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দিনহাটা শহরের বিজেপি কর্মী সমর্থকেরা। যেখান থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেই জায়গার খুব কাছেই রয়েছে বিজেপির পার্টি অফিস। তাহলে পার্টি অফিস থেকেই কি কেউ তাঁকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করল ? প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা।
বিজেপি মন্ডল কমিটির প্রেসিডেন্টের এইরকম পরিণতি দেখে হতবাক শহরের সাধারণ মানুষজনও। উত্তেজনা ঠেকাতে বিভিন্ন জায়গায় নামানো হয় পুলিশের বিশেষ বাহিনী। বিজেপি কর্মীরা পুলিশের সামনেই ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। এই ঘটনায় অভিযোগের তীর রয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডাদের দিকে। এক বিজেপি কর্মী বলেন, "ওরা চাইছে ভয় দেখতে, যাতে আমরা চুপচাপ বাড়ির ভিতরে বসে থাকি। কিন্তু এবার আর সেটা হবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।"