৬ রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


৬ রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের

Share This

৬ রাজ্যের কোভিড  আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ৩০/০৩/২০২১ : মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাডু ও গুজরাট – এই ৬টি রাজ্যে কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। কেবল এই ৬টি রাজ্যেই আক্রান্তের হার ৭৮.৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ২১১টি নতুন করে আক্রান্তের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে একদিনেই সর্বাধিক ৩১ হাজার ৬৪৩ জন আক্রান্ত হয়েছেন। পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৬৮ এবং কর্ণাটকে ২ হাজার ৭৯২। 

উপরোক্ত ৬টি রাজ্য বাদে রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও ছত্তিশগড়েও দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। 

দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজার ৭২০। দেশে মোট আক্রান্তের কেবল ৪.৪৭ শতাংশই সুস্পষ্টভাবে করোনার শিকার। অবশ্য, গত ২৪ ঘণ্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৯১২ কমেছে। দেশে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের ৭৯.৬৪ শতাংশই মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্ণাটক ও ছত্তিশগড় থেকে। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের হার ৬২ শতাংশের বেশি। 

অন্যদিকে, সারা দেশে আজ সকাল ৭টা পর্যন্ত প্রাথমিক তথ্যানুযায়ী, ৬ কোটি ১১ লক্ষ ১৩ হাজার ৩৫৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮১ লক্ষ ৭৪ হাজার ৯১৬ জন স্বাস্থ্য কর্মী প্রথম ডোজ, ৫১ লক্ষ ৮৮ হাজার ৭৪৭ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৮৯ লক্ষ ৪৪ হাজার ৭৪২ জন করোনাযোদ্ধা প্রথম ডোজ ও ৩৭ লক্ষ ১১ হাজার ২২১ জন করোনা যোদ্ধা দ্বিতীয় ডোজ পেয়েছেন। নির্দিষ্ট কিছু উপসর্গবিশিষ্ট ৪৫ বছরের বেশি বয়সী ৬৮ লক্ষ ৭২ হাজার ৪৮৩ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৪০৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এমনকি, ৬০ বছরের বেশি বয়সী ২ কোটি ৮২ লক্ষ ১৯ হাজার ২৫৭ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ১ হাজার ৫৮৩ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে টিকাকরণ অভিযানের ৭৩তম দিনে (২৯ মার্চ) ৫ লক্ষ ৮২ হাজার ৯১৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ ৫১ হাজার ১৬৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৩১ হাজার ৭৫৫ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন।

দেশে আজ করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৯৩ হাজার ২১। জাতীয় স্তরের সুস্থতার হার ৯৪.১৯ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৩৭ হাজার ২৮ জন।

দেশের এই ৬ রাজ্যে কোভিড  আক্রান্তের পরিসংখ্যান গোটা দেশের মানুষের মধ্যেই আতঙ্ক সৃষ্টি  করেছে। অনেকেই সিঁদুরে মেঘ দেখেই ভয় পেতে শুরু করেছেন। মানুষের প্রশ্ন তাহলে কি ফের একবার লক ডাউন হতে চলেছে ? কারন এর ওপর নির্ভর করছে বহু মানুষের পেশা ও জীবিকা, পড়ুয়াদের লেখাপড়া করার ভবিষ্যৎ। আর সব কিছুর জন্যেই ফের একবার বিপদে পড়তে পারে দেশের অর্থনীতি। দেশবাসী খুব সম্প্রতি এই বিপদের দিন কাটিয়ে উঠেছে। আর তারা ওই সব বিপদের দিন  দেখতে রাজি নয়;  কিন্তু যেভাবে বিদেশের কিছু দেশে ফের লক ডাউন ঘোষণা করা হয়েছে, তা দেখে জল্পনা শুরু হয়েছে আমাদের দেশেও। এই মুহূর্তে দেশের ৫ জায়গায় নির্বাচন চলছে। এখনো পর্যন্ত লক ডাউন নিয়ে কোনো  সিদ্ধান্তের দিকে এগোয় নি কেন্দ্র সরকার, তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages