ছেলে শুভেন্দুর হয়ে প্রচারে নামতে চলেছেন শিশির অধিকারী ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ছেলে শুভেন্দুর হয়ে প্রচারে নামতে চলেছেন শিশির অধিকারী !

Share This

ছেলে শুভেন্দুর হয়ে প্রচারে নামতে চলেছেন শিশির অধিকারী !
শিশির অধিকারী 


আজ খবর (বাংলা), কাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ১৭/০৩/২০২১ : এবার ছেলে শুভেন্দুর হয়ে প্রচারের কাজে নামতে চলেছেন তৃণমূল নেতা তথা সাংসদ শিশির অধিকারী। 

এখনো পর্যন্ত দল ছাড়েন নি তৃণমূল নেতা শিশির অধিকারী। তিনি তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেই আছেন। তবে এই মুহূর্তে তাঁর সাথে দলের শত যোজন দূরত্ব তৈরি হয়েছে। সেভাবে আর দলের কোনো সভা বা বৈঠকে তাঁকে আর দেখা যায় না। এবার খবর পাওয়া গেল, তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে নয়, বরং বিজেপি প্রার্থী ছেলে শুভেন্দুর হয়েই প্রচারে নামতে চলেছেন। 

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২৬ তারিখে কাঁথিতে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত থাকতে পারেন শিশির অধিকারী।  কিন্তু এখনো তিনি তৃণমূল দল ত্যাগ করেন নি। প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি এর মধ্যেই তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিতে চলেছেন ? শিশিরবাবু নিজে তৃণমূল দল সম্পর্কে বলেছেন, "কিসের তৃণমূল ? তৃণমূল বলে আর কিছু আছে কি ?' তৃণমূল নেতারা অবশ্য জানিয়েছেন, শিশিরবাবু যে দল ছেড়ে চলে যাবেন, তা প্রত্যাশিতই ছিল। তবে তিনি দল ছেড়ে চলে গেলেও দলে তার কোনো প্ৰভাৱ দলে পড়বে না।" 

প্রসঙ্গত উল্লেখ্য, অবিভক্ত মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে ছিলেন তৃণমূলের জন্মলগ্ন থেকে সঙ্গে থাকা শিশির অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনেও তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। আজ তিনিই তৃণমূল ছেড়ে চলে গেলে তৃণমুলের কি সত্যিই কোনো ক্ষতি হবে না ? প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages