রাজনৈতিক দল বা পরিবারকে আগলে রাখেন মহিলারাই - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজনৈতিক দল বা পরিবারকে আগলে রাখেন মহিলারাই

Share This

রাজনৈতিক দল বা পরিবারকে আগলে রাখেন মহিলারাই


আজ খবর (বাংলা), কৃষ্ণনগর, নদীয়া, ০৩/০৩/২০২১ :  কথায় আছে ঢেঁকি ধান ভাঙ্গে স্বর্গে গেলেও! আবার ও বলা হয়,  সংসার সুখের হয় রমনীর গুনে! এই বাংলায় রাজনৈতিক দল বা পরিবারকে আগলে রাখেন মহিলারাই ।

যে কোনো রাজনৈতিক দলই  এক একটা পরিবার। ভোটের বাদ্যি বাজলে ব্যস্ত হয়ে পড়েন সকল সদস্যই। তবে মহিলারা অনেক বিচক্ষণ, সাশ্রয়ী। যখন রাজনৈতিক কর্মসূচি শেষ হওয়ার পর  পুরুষ কর্মীরা প্রত্যেকেই চায়ের দোকানে এবং বিভিন্ন রাজনৈতিক গল্পে মত্ত থাকেন! তখন ঝান্ডা ফ্লেক্স ব্যানার বা অন্য কোনো রাজনৈতিক সরঞ্জাম সবটাই গুছিয়ে পার্টি অফিসে রাখেন মহিলারাই। এমনকি দলীয় পতাকা কুঁচকে জড়ো সড়ো না হওয়ার জন্য বিছানার তলায় বা কোনো ভারী জিনিস এর নিচে রাখেন, কেউ বা লাঠি ভরার সেলাই করা অংশ খুলে গেলে তা মেরামতি করেন সুচ সুতো দিয়েই!  

পতাকার রং লাল হোক বা গেরুয়া,  তেরঙ্গা বা অন্য কিছু, মতাদর্শগত ভাবে পার্থক্য থাকলেও মহিলাদের আন্তরিকতা কিন্তু সর্বত্রই এক। অন্তত আমরা তাদের সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পেরেছি। প্রত্যেক দলের মহিলাদের একই কথা , সামনেই নির্বাচন, পার্টি অফিসের আনাচে-কানাচে অযত্নে পড়ে থাকা দলীয় পতাকা যদি হাতের কাছে গোছ করে রাখতে পারি, তাহলে  পদযাত্রা হোক বা মিছিল, বাড়ি বাড়ি প্রচার হোক বা সভা-সমিতি সবক্ষেত্রেই সৌন্দর্য বৃদ্ধি করে, এবং বাড়ায় কর্মীদের মনোবল। 

ছবি ও রিপোর্ট : মলয় দে, নদীয়া 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages