তৃণমূল ত্যাগ করলেন দেবশ্রী রায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তৃণমূল ত্যাগ করলেন দেবশ্রী রায়

Share This

তৃণমূল ত্যাগ করলেন দেবশ্রী রায়
দেবশ্রী রায় 


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৩/২০২১ : শেষমেশ তৃণমূল দলের সাথে সব সম্পর্ক ছেদ করলেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দু'বারের বিধায়ক ও প্রাক্তন অভিনেত্রী দেবশ্রী রায়।  

দেবশ্রী রায়কে এবার আর তৃণমূল কংগ্রেস টিকিট দেয় নি। দীর্ঘদিন ধরেই তৃণমূলের সাথে দেবশ্রী রায়ের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তৃণমূলের কোনো সভা বা বৈঠকে আর দেখা যেত  না দেবশ্রী রায়কে। আজ দেবশ্রী রায় চিঠি লিখে সুব্রত বক্সীকে জানিয়ে দিলেন যে তিনি তৃণমূল দল ত্যাগ করলেন। দলের সাথে সমস্ত সম্পর্ক তিনি ত্যাগ করলেন। দলের সব রকম দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিলেন। যেহেতু দলের কোনো পদে তিনি ছিলেন না, তাই কোনো পদ থেকে ইস্তফা দেওয়ার দরকার নেই, তাই দলের সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করলেন। 

রাজনৈতিক মহল মনে করছে, দেবশ্রী রায় যে কোনো দিন বিজেপিতে যোগদান করতে পারেন। এর আগে একবার বিজেপির দিল্লীর সদর দপ্তরে দেবশ্রী রায়কে দেখা গিয়েছিল, ওই একই দিনে সেদিন বিজেপি সদর দপ্তরে হাজির ছিলেন শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।  রাজনৈতিক মহলের ধারণা সেদিন শোভন বৈশাখীর আপত্তিতেই দেবশ্রীকে দলে নিতে পারে নি বিজেপি। কিন্তু বৈশাখীকে এবার বিধানসভা নির্বাচনে টিকিট না দেওয়ায় শোভন ও বৈশাখী গতকাল বিজেপি ত্যাগ করেছেন। এবার দেবশ্রীর বিজেপিতে যোগ দেওয়ার আর কোনো বাধা রইল না। অনেকেই মনে করছেন এবার দেবশ্রীর বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages