আজ খবর (বাংলা), হাবড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ১৯/০৩/২০২১ : জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত হয়ে আছেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। এতটাই নিশ্চিত যে নির্বাচনে জয়ের জন্যে এখনই তিনি সাংবাদিকদের মিষ্টি খাওয়াতেও রাজি আছেন।
গতকাল একটি সাংবাদিক বৈঠকে হাবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "উত্তর ২৪ পরগনা থেকে বিপুল ভোটে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতবার যা ভোট আমরা পেয়েছিলাম, এবার তার চেয়েও বেশি ভোটে জিতব, এ ব্যাপারে আমি ১০০% নিশ্চিত। এখন আমি খুব হালকা মুডে আছি। কোনো বিরোধীই আমাদের কাছে আদৌ কোনো ফ্যাক্টর নয়। বিরোধীদের এখানে খুঁজে পাওয়া যাবে না।"
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আপনারা জেনে রেখে দিন ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা লেখা হয়ে গিয়েছে। তিনিই আবার মুখ্যমন্ত্রী হবেন। সেটা আমি এখন থেকেই বলে রাখলাম। আপনারা মিলিয়ে দেখে নেবেন। আমরা তিনবার সার্ভে করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ২২১ এরও বেশি আসনে জয়ী হবেন এই রাজ্যে। (দেখুন ভিডিও, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রেস মিট)