৫ রাজ্যে অবাধে ভোট করাতে পর্যবেক্ষকদের নিয়ে বিশেষ বৈঠক নির্বাচন কমিশনের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


৫ রাজ্যে অবাধে ভোট করাতে পর্যবেক্ষকদের নিয়ে বিশেষ বৈঠক নির্বাচন কমিশনের

Share This

৫ রাজ্যে অবাধে ভোট করাতে পর্যবেক্ষকদের নিয়ে বিশেষ বৈঠক নির্বাচন কমিশনের


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৫/০৩/২০২১ :  নির্বাচন কমিশন আসাম, কেরালা, পুডুচেরি, তামিলনাডু এবং পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে। এই পর্যবেক্ষকদের নিয়ে একটি বৈঠক আজ নির্বাচন সদনের ভারতের প্রথম নির্বাচন কমিশনার শ্রী সুকুমার সেনের নামাঙ্কিত  সুকুমার সেন হলে অনুষ্ঠিত হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা, নবনিযুক্ত বিশেষ পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে বলেছেন বিগত নির্বাচনগুলোতে এইসব বিশেষ পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। এই সব পর্যবেক্ষকরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোথায় মোতায়েন করা হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন অবাধ, সুষ্ঠ্‌ স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনের আয়োজনে অতীতের নির্বাচনগুলোর বিশেষ পর্যবেক্ষকদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র জানিয়েছেন ঝুঁকিপূর্ণ বুথগুলিতে ওয়েব কাস্টিং এর মাধ্যমে ভোট দেওয়া যেতে পারে, নির্বাচন যাতে নির্বিঘ্নে হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নির্বাচনগুলিতে যে সমস্ত বিশেষ পর্যবেক্ষক কাজ করেছেন, তারা যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন, সেগুলির বিষয়ে  বিস্তারিত ভাবে জানিয়েছেন।

যেসব আধিকারিক বিশেষ, সাধারণ, পুলিশ ও ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন, তাঁরা হলেনঃ- আসামের জন্য  শ্রী  সুদর্শন শ্রীনিবাস, শ্রী অশোক কুমার এবং শ্রীমতি নীনা নিগম। পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রী অজয় নায়েক, শ্রী বিবেক দুবে ও শ্রী বি মুরলী কুমার । শ্রী দীপক মিশ্র ও শ্রী  পুষ্পিন্দ পুনিহার সিংহ। কেরালার বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন। শ্রী অলোক চতুর্বেদী তামিলনাড়ুর ও শ্রী মনজিত সিং পুডুচ্চেরির পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও শ্রী ধর্মেন্দ্র কুমার, শ্রীমতী মধু মহাজন ও শ্রী বি আর বালাকৃষ্ণাণ তামিলনাডু ও পুডুচ্চেরীর দায়িত্ব একই সঙ্গে পালন করবেন।

বিশেষ পর্যবেক্ষকদের কর্মজীবনে নজরকাড়া সাফল্য রয়েছে। তাঁরা  সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে দেখবেন। তারা নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি সম্পর্কে জানতে জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তারা ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকদের পাশাপাশি রাজ্য পুলিশের মহানির্দেশকদের সঙ্গেও কথা বলবেন। পাশাপাশি বিশেষ পর্যবেক্ষকরা, সাধারণ, পুলিশ ও ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠক করবেন। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages