আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, ৩১/০৩/২০২১ : উত্তরবঙ্গে ভোট প্রচারে এলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধায় শিলিগুড়িতে এসে পৌঁছন অভিষেক।
কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছানোর পর সড়কপথের চলে আসেন শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে। ওই হোটেলে রাত্রিবাস করার পর বুধবার দুপুরে শিলিগুড়ির ইন্দিরা গান্ধী ময়দান থেকে সোজা চলে যান কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট প্রচারে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার মাদারিহাটেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা করার কথা রয়েছে।আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দক্ষিণবঙ্গে একের পর এক জনসভা করার পর এবার উত্তরবঙ্গের সবকটি আসন জয়ের লক্ষে ময়দানে অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য শিলিগুড়ি ইন্দিরা গান্ধী ময়দানের তৈরি করা হয়েছিল হেলিপ্যাড। পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার নির্বাচনী সভা শেষে পুনরায় শিলিগুড়িতে ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর বাগডোগরা থেকে উড়ে যাবেন কলকাতার উদ্দেশ্যে।