২য় ওয়ানডে ম্যাচে ভারত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


২য় ওয়ানডে ম্যাচে ভারত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে

Share This

২য় ওয়ানডে ম্যাচে ভারত ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে


আজ খবর (বাংলা), পুনে, মহারাষ্ট্র, ২৬/০৩/২০২১ :  ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে নিজেরা ফিল্ডিং নিয়ে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংলন্ড।

ইংলন্ড দলকে আজ নেতৃত্ব দিচ্ছেন জোস্ বাটলার। তিনি জানিয়েছেন ইংলন্ড দলের স্কিপার মর্গ্যান চোট পেয়েছেন,  আজকের ম্যাচ এবং এর পরের ম্যাচে, পরপর দুটি ম্যাচে তাঁকে বসতে হচ্ছে। তিনি খেলতে পারবেন না। আজকের ম্যাচে খেলতে পারবেন না স্যাম বিলিংসও।

চোট  সমস্যা যে শুধু ইংলন্ড শিবিরকে ভোগাচ্ছে তা নয়, ভারতীয় শিবির থেকেও চোট  আঘাতের খবর আছে। ভারতের শ্রেয়স আয়ার বাম কাঁধে আঘাত পেয়েছেন, যার ফলে আগামী ম্যাচগুলোতে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। তাঁর কাঁধে একটি অস্ত্রপচার হওয়ার কথা আছে। শ্রেয়স আয়ারের জায়গায় খেলবেন ঋষভ পন্থ। 

পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামের পিচের চরিত্র একই রকম রয়েছে। যে কারনে আজ টসে জিতে আগের দিনের মতোই ফিল্ডিং নিয়েছে ইংলন্ড দল। গত দিনের ম্যাচে অবশ্য বেশ বড় রানের পার্থক্যে হেরে গিয়েছিল তারা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলছেন, "এই মুহূর্তে আমাদের দল দারুন অবস্থায় আছে, মনোবল বেশ চাঙ্গা সকলের, আমরা ব্যাটিং করতেই চেয়েছিলাম। ব্যাটিং পেয়েও গেলাম। আমরা প্রথম থেকেই আক্রমনে যেতে চাই। আমাদের দল একই থাকছে, শুধুমাত্র শ্রেয়স আয়ারের জায়গায় পন্থ  এসেছে।"

বিরাট কোহলি এই কথা বললেও ভারতের ইনিংস কিন্তু এই মুহূর্তে অন্য কথা বলছে। দুপুর আড়াইটে নাগাদ ভারত এর স্কোর ১৩ ওভারে  ২ উইকেট হারিয়ে মাত্র ৫০ রান. এই মুহূর্তে ক্রিজে আছেন কে এল রাহুল (৪) এবং  বিরাট কোহলি (১৬). ২৫ বলে ২৫ রান করে আউট হয়েছেন রোহিত শর্মা এবং ১৭ বলে ৪ রান করে আউট হয়েছ্গেন শিখর ধাওয়ান।  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages