আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৩/২০২১ : আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যে আজই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রার্থী পছন্দ না হওয়ায় টাকি রোড শুরু হল অবরোধ। ভাঙ্গর -এর প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম।
বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভা ২০২১ এ তৃণমূলের প্রার্থী হয়েছে রফিকুল ইসলাম মন্ডল। সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে থাকতেন। ২০১৬ সালে তৃণমূল প্রার্থী দাবিদার ছিলেন। কিন্তু তৃণমূল সেদিন রফিকুল ইসলাম মণ্ডলকে প্রার্থী করেনি।
এবার তাঁকে প্রার্থী করেছে দল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, যে গত পাঁচ বছর ধরে এলাকায় তৃণমূলের সংগঠন করে আসছে আবদুল্লা রনি, সেই টিকিটের ন্যায্য দাবিদার ।তাই আজ প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের একাংশ। তারা মাটিয়া থানার ধান্যকুড়িয়া নেহালপুর টাকি রোড এ দফায় দফায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেছেন। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এলাকায় বিক্ষোভ অবরোধ চালাচ্ছে। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ রয়েছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই অবরোধের ফলে প্রচুর যানবাহন রাস্তায় আটকে পড়েছে।
এদিকে ভাঙ্গর থেকে এবার টিকিট না পেয়ে কার্যত দিশাহারা হয়ে পড়েছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। সাংবাদিকদের সামনেই তিনি রীতিমত কেঁদে ফেলে বলেন, "আজ সকাল থেকেই বাড়িতে হাজার হাজার লোকের ভীড় হয়েছিল, তারা ভেবেছিল আমাকে প্রার্থী করা হবে। আমি এখানে বুক দিয়ে আগলে রেখেছিলাম এই দলকে। তা সত্ত্বেও আমাকে প্রার্থী করা হল না। এবার এখানকার মানুষ যা বলবেন, আমি সেভাবেই সিদ্ধান্ত নেব এবং সেইমত কাজ করব। মনে হচ্ছে তৃণমূলে আমার প্রয়োজন ফুরিয়েছে।" এখানেও বেশ কিছু মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। একই কারনে আমডাঙ্গাতেও বিক্ষোভ প্রদর্শন করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের একাংশ।
আজ প্রার্থী তালিকা পছন্দ হয় নি দীনেশ বাজাজেরও, তিনি বলেছেন এই প্রার্থী তালিকা প্রকাশ করে রাজ্যের হিন্দিভাষীদের অসম্মান করা হয়েছে।