আক্রান্ত মমতা : অভিযোগ জানাতে আজ দিল্লীতে তৃণমূল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আক্রান্ত মমতা : অভিযোগ জানাতে আজ দিল্লীতে তৃণমূল

Share This

আক্রান্ত মমতা : অভিযোগ জানাতে আজ দিল্লীতে তৃণমূল
পার্থ চ্যাটার্জি 


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১২/০৩/২০২১ : নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় অভিযোগ জানাতে আজ রাজধানী দিল্লীতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের ছয় সাংসদের একটি দল আজ দিল্লীতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা নিয়ে। তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি আজ জানিয়েছেন, "তৃণমূলের ৬ সাংসদ আজ দিল্লীর নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছেন।" গতকাল কলকাতায় নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর পার্থবাবু জানিয়েছিলেন, "এটা ক্রমেই স্পষ্ট  হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন কোনো একটি রাজনৈতিক দলের কথামত চলছে। তারা এডিজি (আইন শৃঙ্খলা) ও ডিজিকে সরিয়ে দেওয়ার পরেই মমতার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল।এখন যাবতীয় দায় দায়িত্ব বর্তায় নির্বাচন কমিশনের ওপরেই। এখন তাদেরকেই প্রমাণ করতে হবে ঠিক কোথায় কোথায় তাদের গাফিলতি বা খামতি ছিল, যার জন্যে মুখ্যমন্ত্রীকে আক্রান্ত হতে হল।" তৃণমূল কংগ্রেস মমতার আক্রান্ত হওয়ার ঘটনাকে গভীর ষড়যন্ত্র বলেই মনে করছে। আজ রাজ্যের সর্বত্র এই ঘটনার প্রতিবাদে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা  পর্যন্ত তৃণমূল মৌন মিছিল করবে বলে জানিয়েছে। 

বিজেপির তরফ থেকে গোটা ঘটনায় সিবিআই বা সিআইডি তদন্ত দাবী করা হয়েছিল। শুধু তাই নয়, কিভাবে এই ঘটনা ঘটল তার ভিডিও প্রকাশ্যে আনার দাবীও জানানো হয়েছে। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages