আজ খবর (বাংলা), ইন্দাস, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ২২/০৩/২০২১ : বাঁকুড়ায় নরেন্দ্র মোদির জনসভার পাল্টা হিসেবে ইন্দাসের সভা থেকে আজ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমন শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আজ বলেন, "বাংলা বাংলাতেই থাক। এবার বাংলায় নয়, পরিবর্তন হবে দিল্লীতে। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো , বিজেপি এল দেশে। সিপিএম এখানে অনেক অত্যাচার করেছে, কিন্তু এখন বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে। আপনারা সতর্ক থাকুন। আপনার ব্যাংকে যে টাকা আছে, তাও বিজেপি খেয়ে নেবে। বিজেপিকে একটাও ভোট দেবেন না। ওরা প্রতিশ্রুতি দেয়, তারপর ভোট ফুরোলেই পালিয়ে যায়। ওদেরকে বিশ্বাস করা যায় না।"
ইন্দাসের জসভায় মমতা বলেন, "কি ছিল বাঁকুড়া, তা আপনারা জানেন। আমরা বাঁকুড়ায় অনেক উন্নয়ন করেছি, এখানে মেডিকেল কলেজ করে দিয়েছি, বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। বাঁকুড়ায় আরও উন্নয়ন হবে। এখানকার সবচেয়ে বড় সমস্যা ছিল পানীয় জল, আগামী ৫ বছরে বাঁকুড়ার প্রত্যেক ঘরে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।এখানকার আলু চাষীরা যখন আলুর দাম পায় নি, তখন আমি সহায়ক মূল্যে তাদের থেকে আলু কিনেছি।"
মমতা বলেন, "বাংলায় অনেক উন্নয়নের কাজ আমরা করেছি, আমরা প্রত্যেক ছাত্র ছাত্রীদের নিয়মিত মিড্ ডে মিল দিই। লক ডাউনের সময়ও দিয়েছি। ছাত্র ছাত্রীদের আমরা জুতো দিয়েছি, স্কুলে ব্যাগ দিয়েছি। সাইকেল দিচ্ছি, ট্যাব কেনার জন্যে টাকা দিচ্ছি। এখন আমাদের রাজ্যে ১৮ বছর বয়সের পর কেউ বিধবা হলে সে বিধবা ভাতা পাবে। এখন থেকে নিয়মিত দুয়ারে সরকার চলবে। সেখানে গেলে সব সমস্যার সমাধান হবে। অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমরা ৫ লক্ষ ছেলেমেয়েদের চারির ব্যবস্থাও করছি। "
বিজেপিকে আক্রমন করে মমতা বলেন, "ওরা নাকি চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্যে ৩৩% সংরক্ষন দিচ্ছে ? ওরা মেয়েদের চাকরি দেবে ? ছাই দেবে ! আমরা গ্রামে গঞ্জে পঞ্চায়েতে মহিলাদের জন্যে ৫০% সংরক্ষন রেখেছি। ওরা প্রতিশ্রুতি দেয় আর ভোট মিটলে ওদের দেখা পাওয়া যায় না।. গ্যাসের দাম ৪০০ টাকা থেকে ৯০০ টাকা কিভাবে হল ? ওদের আগের প্রতিশ্রুতি কোথায় গেল ? ওরা বলেছিল ১৫ লক্ষ টাকা করে একাউন্টে চলে আসবে, এসেছে ? ওরা আপনাদের ১৫ লক্ষ টাকা করে দিয়েছে ? "